‘লড়াই’ দেবে সামাজিক বার্তা

0
134

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

টেলি এবং সিনেপ্রেমী দর্শককে আনন্দ দিতে এই লকডাউনে এসেছে বহু শর্ট। প্রত্যেকটিই অবশ্য দুষ্টু করোনা ভাইরাস কিংবা লকডাউনকে কেন্দ্রে রেখে। সবের মধ্যেই আছে বার্তা। এবার এই যজ্ঞে শামিল হলেন আরেক পরিচালক। পরিচালক অনন্যা ভঞ্জ চৌধুরী বানিয়েছেন ‘লড়াই’ নামের একটি শর্ট ফিল্ম। ২০২০ টা হল আমাদের লড়াইয়ের বছর। জানি না আরও কত যুদ্ধ অপেক্ষা করে আছে আমাদের জন্য।

Lorai shortfilm | newsfront.co

গল্পের কেন্দ্রে রয়েছে নন্দিনী। মস্তিস্কের সাথে সৌন্দর্যের বিরল গুণাবলীর অধিকারী সে। একদিন একটি ভিডিও কলে তার বন্ধুর কাছে সে রক্ত করবীর একটি গান গেয়ে শোনাতে মগ্ন। অন্যদিকে তার স্বামী রাজ এই লকডাউন পর্বে হোম কর্পোরেট থেকে তার কাজে মনযোগ দেওয়ার চেষ্টা করছে। গল্পে রয়েছে নন্দিনীর বড় ভাই। সে লকডাউনের কারণে চাকরি খুইয়ে পরিবারের সদস্যদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য তার এলাকায় ফল বিক্রি করে। এ ছাড়াও গল্পে আরও নানাদিকের কথা বলা আছে। দশ মিনিটের এই ছবিতে নন্দিনীর লড়াই লক্ষণীয় একটি দিক।

Lorai shortfilm | newsfront.co

বিভিন্ন চরিত্রে রয়েছেন- নীল ভট্টাচার্য, তথাগত চৌধুরী, অমৃতা মল্লিক, বিষ্ণু শর্মা, সাগ্নিক অধিকারী। গল্প, চিত্রনাট্য, সংলাপ, পরিচালনা সব দিকই সামলেছেন অনন্যা ভঞ্জ চৌধুরী। কালার সংশোধন, সম্পাদনা, সাউন্ড, ডিজাইনিং সামলেছেন সায়ন্তন অধিকারী। ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন নবকুমার অধিকারী। লুক সুন্দর করেছেন সন্দীপ জয়সওয়াল। মোবাইল ফোনে শুট করা হয়েছে এই ছবি।

আরও পড়ুনঃ রামায়ণ এবার বাংলায়

পরিচালকের কথায়, “লড়াই একটি জিরো বাজেটের ছবি। ঘরে বসে ফোনের কনফারেন্স কলে ডিরেকশন দেওয়াটা বেশ চাপের। কিন্তু করে তো ফেললাম। এই ছবিটা আমি অমৃতা মল্লিককে বিয়ের উপহার হিসেবে দিলাম। ছবিতে সামাজিক বার্তা রয়েছে। সেটাকে ছুঁতে হবে। না হলে মজা মিলবে না এই ছবিতে।”

ছবির প্রযোজনায় এ বি সি এন্টারটেইনমেন্ট। খুব শীঘ্রই এদের ডিজিটাল প্ল্যাটফর্মে আসবে দশ মিনিটের স্বল্প দৈর্ঘের ছবি ‘লড়াই’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here