নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
চারটি গল্পকে ১৩ মিনিটে বেঁধেছেন পরিচালক দেবজয় মল্লিক। গড়ে উঠেছে ১৩ মিনিটের শর্ট ফিল্ম ‘মিরাজ’। ১৩ মিনিট পার হলেও গল্পের রেশ দর্শকের পিছু ছাড়বে না বলে বিশ্বাস পরিচালকের। ছবিটা দেখার পরেই দর্শক ছুটবেন আয়নার সামনে। গল্পগুলি মাথায় বাসা বেঁধেছিল বছর চারেক আগে। যা এবার পরিণতি পাওয়ার লক্ষ্যে।
প্রথম গল্প একটি মেয়েকে কেন্দ্রে রেখে। সে যখন যা চায় তাই পায়। তার জীবনে ‘নেই’ বলে কিছু নেই। আর এই সব পাওয়ার মাঝেই হারিয়ে যায় সে। কারণ যা তার দরকার সেটাই নেই। কিন্তু কী ভাবে হারায় সে? দ্বিতীয় গল্পটি একজন শিক্ষক এবং তার মুখোশের সাথে সম্পর্ক নিয়ে।
আরও পড়ুনঃ করোনামুক্ত ভোরের স্বপ্ন নিয়ে ‘আবার শুরু’
তৃতীয় গল্পটি ভাগ্যের দ্বারা ডিজাইন করা হয়েছে। আমরা সকলেই অতিমাত্রায় ভাগ্যের উপর নির্ভরশীল, কাজের থেকেও বেশি। চতুর্থ গল্প স্বপ্নে সাজানো। বাকিটা জানতে হলে দেখতে হবে ‘মিরাজ’। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন – অপরাজিতা আঢ্য, মিশমি দাস, লাড্ডু, ভরত কম, শুভজিৎ কর, প্রত্যুষা পাল, অরুণাভ দত্ত, তাপস চক্রবর্তী।
ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর তাপস চক্রবর্তী। পরিচালকের কথায়- “আমাদের সবকটি গল্পে আমরা একটি মূল আবেগের অংশ ক্যাপচার করার চেষ্টা করেছি। প্রত্যেকটি গল্প বাস্তবতা দিয়ে বোনা এবং প্রতিটি বিষয়বস্তু অন্তর্নির্মিত।” ছবির শুটিং শেষ। এবার বিশ্বব্যাপী ফেস্টিভ্যালে ঘোরার জন্য প্রস্তুত SHIRC এবং দেবজয় মল্লিকের যৌথ উদ্যোগে নির্মিত শর্ট ফিল্ম ‘মিরাজ’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584