নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
লকডাউনের কারণে আজ অর্থনীতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে তাতে মানুষ লড়াই করছে প্রতিনিয়ত। অর্থাভাব, খাদ্যাভাবে মানুষের জীবন আজ মূল্যহীন।
গরিব-বড়লোক বলে আর কোনও শব্দ আজ বেঁচে নেই। সবাই আজ পরিস্থিতির চাপে একই জায়গায় অবস্থানরত। দিকে দিকে বাড়ছে আত্মহত্যার সংখ্যা। কর্মহীনতা মানুষকে ডিপ্রেশনে ডুবিয়ে দিচ্ছে প্রতিদিন।
পেটের জ্বালায় অস্ত যাচ্ছে কত তাজা প্রাণ। এমনই এক বিষয়কে কেন্দ্রে রেখে ‘ছবিওয়ালা’ এবং ‘টিভিওয়ালা মিডিয়া’য় তৈরি হয়েছে শর্ট ফিল্ম ‘মিরর’।
ছবিতে দুটি চরিত্র। একজন রিষব অন্যজন বশির। বশির ছিল রিষবের গাড়ির ড্রাইভার। কর্মহীনতা আর তার ফলে পেটের জ্বালা তাকে খুন করে।
আরও পড়ুনঃ মা’দের স্যালুট জানাবে ‘হাউজওয়াইভস’
বশিরের মৃত্যুর খবর পেয়ে একটা বিশেষ জিনিস আবিষ্কার করে। কী সেই জিনিস? ছবিতে আয়না এক বিশেষ ভূমিকা পালন করেছে। কিন্তু কী ভাবে? এগুলি দেখতে হলে দেখতে হবে ছবিটি। দুটি চরিত্রে অভিনয় করেছেন শাহিল ফুল, রাজু মজুমদার।
ছবির ক্রিয়েটিভ ডিরেক্টএ শাহিল ফুল। সম্পাদনায় জ্যাম,অরি, এবং আর্যদীপ। ফোলে অ্যান্ড অ্যাম্বিয়ান্স-এ৷ শুভদীপ। পোস্টার ডিজাইন করেছেন পার্থপ্রতীম দাস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584