নতুন পৃথিবী গড়ার কামনায় শিশু-কিশোর দল

0
191

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

পরিচালক রানা বন্দ্যোপাধ্যায়ের কাহিনি, চিত্রনাট্য সম্বল করে বেশ কিছুদিন হল দর্শকের দরবারে পা রেখেছে শর্ট ফিল্ম ‘নতুন পৃথিবী গড়ব আমরা’। এক ঝাঁক কচিকাঁচাকে অংশ নিতে দেখা গিয়েছে এই শর্ট ফিল্মে। এদের উদ্দেশ্য, সুস্থ ও সতেজ পরিবেশ সম্বল করে নতুন পৃথিবী গড়ে তোলা।

Natun Prithibi Garbo Amra | newsfront.co

এক ঝাঁক কিশোর-কিশোরী কনফারেন্স ফোন কলে সিদ্ধান্ত নেয় সেই নতুন ও সতেজ পৃথিবী গড়ে তোলার। আর তাই তারা গাছ লাগায়। স্বপ্ন দেখে আকাশে আরও অনেক পাখি উড়বে। আরও কত না রঙিন স্বপ্ন দেখে ওরা। নতুন পৃথিবী গড়ে তোলার কামনায় কেউ কাগজের ব্যাগ বানায়, কেউ গাছে জল দেয়, কেউ গাছ লাগায়, কেউ বা প্রয়োজন ফুরিয়ে গেলে গ্যাস সিলিন্ডার বন্ধ করে, কেউ বা ইলেকট্রিকের সুইচ বন্ধ করে।

actor actress | newsfront.co
রানা ব্যানার্জি এবং সোমা ব্যানার্জি

আসলে আমরা বড়-ছোট নির্বিশেষে প্রত্যেকেই এখন একটা সুস্থ, সতেজ এবং স্বাভাবিক ছন্দে ছন্দময় পৃথিবীর স্বপ্ন দেখি। ঠিক যেমন দেখছে পূজিতারা। ওদের হাতেই তো আগামীর দায়িত্ব। আর সেটাই চোখে আঙুল দিয়ে ফের একবার দেখিয়ে দিলেন রানা ব্যানার্জি এবং সোমা ব্যানার্জি তাঁদের তৈরি এই শর্ট ফিল্মে।

আরও পড়ুনঃ পরিযায়ী শ্রমিকের নির্মম ভবিতব্য নিয়ে তৈরি ‘মাংস’

Natun Prithibi Garbo Amra | newsfront.co

রানা এবং সোমা দুজনকেই গেস্ট অ্যাপিয়ারেন্সে দেখা গিয়েছে ছবিতে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে- মণিকা মাইতি রায়, রাই ব্যানার্জি, শরণ্য শীল, সোমদীপ ঘড়াই, সিরিনা ভট্টাচার্য, মেহরিন আদা, অদ্রিজা ব্যানার্জি, পূজিতা ব্যানার্জি, রাজনন্দিনী ভদ্র, রায়ান রায়, শারণ্য ব্যানার্জি। পরিচালনায় রানা ব্যানার্জি। সহ পরিচালক শুভাশিস রায়। এডিট, সাউন্ড, মিউজিক দীপ নিয়োগীর। ‘এ এম জি গ্রুপ’-এর ইউটিউব প্ল্যাটফর্মে এসেছে পাঁচ মিনিটের এই ছবিটি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here