নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
আজ আমাদের জীবন যেভাবে এগোচ্ছে তাকে কি বেঁচে থাকা বলে? কেউ কারো সঙ্গে দেখা করতে পারছি না। কেউ কারো বাড়িতে যেতে পারছি না। আরও কত কী’ই না ‘না’-এর তালিকায় যুক্ত হয়েছে আজ। সঙ্গে রয়েছে ভয়, কবে সেই দুষ্টু ভাইরাস ঘাড় মটকায়, তা হলে তো সব গেল!
তাই অনেক কাজই আগেভাগে সেরে রাখার একটা মনোভাব তৈরি হয়েছে আমাদের। এমনকী আমরা খাওয়াদাওয়াও আজ বুঝে শুনে করি। খানিকটা বাঁচিয়ে রাখার চেষ্টা করি আমরা। কেউ বা সময় কাটানোর জন্য স্বল্প পরিশ্রমে সোশ্যাল মিডিয়ায় করি টিকটক। এ ভাবেই আজ আমাদের দিন গুজরান।
আর এই গোটা ব্যাপারটিকেই একটি শর্ট ফিল্মে বেঁধেছেন কিংশুক গাঙ্গুলি। পরিচালনা এবং সম্পাদনাও তাঁর। চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন অশোক বসু। শর্ট ফিল্মের নাম ‘নিম বেগুন’। কেন নাম ‘নিম বেগুন’ সেটাই প্রশ্ন।
আরও পড়ুনঃ ডিজিটাল শর্ট ফিল্মে ডাবিং! সম্ভব করলেন ‘এবং আমি’র কারিগররা
ছবিতে ছয়জন অভিনেতার উপস্থিতি। রয়েছে প্রৌঢ় দম্পতি, রয়েছে এক কমবয়সি দম্পতি, আর বিয়ের পিঁড়িতে আরেক দম্পতি। এই তিনের জীবনের ধারাপাতই ছবিতে দেখানো হয়েছে।
বিভিন্ন চরিত্রে রয়েছেন রতন সন্ন্যায়মত, মৌ ভট্টাচার্য, জাগৃতি গোস্বামী ঘটক, কিংশুক গাঙ্গুলি, শুভার্থী রায়, দীপাঞ্জনা ধর রায়। সঙ্গীত করেছেন ডেভিড ফেসলিয়ান। ছবিতে নিউজ রিডারের কণ্ঠে রয়েছেন রুমি মুখার্জি। সহ সম্পাদনায় বাবিন সাহা। প্রত্যেকে নিজেদের বাড়িতে বসেই সেরেছেন এই ছবির কাজ। এক্স-জেন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট-এর ইউটিউব প্ল্যাটফর্মে এসেছে এই ছবি। ইচ্ছে হলে দেখতে পারেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584