নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
এ এক অদ্ভূত সময়! চারদিকে অস্থিরতা। দীর্ঘ গৃহবন্দী জীবনে ক্রমশ নিজের চারপাশের গন্ডি ছোট হয়ে আসছে। তার ওপর কর্মহীনতা, বন্ধুহীনতা, সম্পর্কহীনতার ভারে ক্রমশ একলা হয়ে যাওয়া মনকে সম্পূর্ণ গ্রাস করছে নিজের স্বার্থপরতার জগৎ। অচেনা এক পরিমণ্ডলে অবস্থান করছি আমরা! নিজের বৃত্তের বাইরে ভাবার মতো সময় কই এখন হাতে? আর এই সবকিছুই জটিল করে তুলছে পরিস্থিতি। জটিল মনে দানা বাঁধছে জটিলতর সব খেলা। যা স্বাভাবিক নয় মোটেই।
আজকের এই জটিল সময়কে কেন্দ্রে রেখেই সুচন্দ্রা ভানিয়া এবং ‘জাস্ট স্টুডিও’র প্রযোজনায় তৈরি হল জাস্ট স্টুডিও অরিজিনালস-এর স্বল্প দৈর্ঘের ছবি ‘নেমেসিস’। গল্পের কেন্দ্রে রয়েছে দুই বন্ধু জয় এবং সানি। দুই বন্ধুর মনস্তাত্ত্বিক চলন ছবিটির মূল ইউএসপি।
এই চরিত্রদুটিতে অভিনয় করেছেন টলিউডের পরিচিত দুই অভিনেতা, রণজয় এবং অঙ্কন। ক্যামেরা এবং এডিট দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন সৌম্য বারিক। জিৎ দত্তের ভাবনা এবং চিত্রনাট্যে প্রতীক দাশ।
আরও পড়ুনঃ শহরের গান নিয়ে শ্রোতাবৃন্দের নিকটে হাজির স্নিগ্ধজিৎ
বিখ্যানত কবি ভাস্কর চক্রবর্তীর লেখা ‘উৎকণ্ঠা’ কবিতার কিছু অংশ ব্যবহার করা হয়েছে ছবিতে। ছবিতে ব্যবহৃত আবহ সংগীতের কাজটি করেছেন অরিন। ইতিমধ্যেই ছবিটির ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার হয়েছে জাস্ট স্টুডিও’র ইউটিউব চ্যানেলে। দেখতে পারেন। ভাল লাগবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584