প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
লকডাউনে টিউটরদের দুর্দশার কথা স্বল্প দৈর্ঘ্যের ছবিতে তুলে ধরলেন ইসলামপুরের কিছু যুবক। করোনা আবহে লকডাউনের মধ্যে সঙ্কটজনক অবস্থায় প্রাইভেট টিউটররা। আর তাদের এই সংকটের মুহূর্তকে অনু দৈর্ঘ্যের ছায়াছবিতে তুলে ধরে সাধারণ মানুশের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগী হলেন কলাকুশলীরা। ইসলামপুরের বেশ কয়েকজন তরুণ তুর্কি এমনই এক উদ্যোগ নেন। শনিবার সোশ্যাল মিডিয়ার পর্দায় প্রকাশ পায় এবং সম্প্রচারিত হয় ‘টিউটর’ নামের ওই অনু দৈর্ঘ্যের ছায়া ছবিটি।
ছবির ঘটনাটি এরকম, একজন প্রাইভেট টিউটর দু’মাসেরও বেশি সময় ধরে টিউশন ফি না পেয়ে শেষ পর্যন্ত খাবারের জন্য তাকে লঙ্গরখানার লাইনে দাঁড়াতে হয়। পরবর্তীতে যে পড়ুয়াদের বিনে পয়সায় পড়িয়েছিলেন, তাদেরই কোন একজন শিক্ষকের পাশে এসে দাঁড়ায়।
আরও পড়ুনঃ নতুন পৃথিবী গড়ার কামনায় শিশু-কিশোর দল
মূলত এই ধরনের প্রেক্ষাপট সাজানো হয়েছে ওই ছায়াছবিতে। অভিনয় করেছেন সুশান্ত নন্দী, দেবশ্রী সাহা ও বিশ্বরূপ বিশ্বাস। স্বল্পদৈর্ঘের নির্দেশনায় আইভি বিশ্বাস, রূপায়ণে শৌভিক চক্রবর্তী এবং সামগ্রিক পরিচালনার দায়িত্বে ছিলেন সুশান্ত নন্দী।
আরও পড়ুনঃ শহীদ পরিবারের পাশে সরকার
চলচ্চিত্রটি তৈরি করতে উদ্যোগী হন কাঞ্চন দাস। এডিটিং ও মিক্সিংয়ের দায়িত্ব ছিল তার হাতেই। ছায়াছবির মাধ্যমে প্রাইভেট টিউটরদের বর্তমান অবস্থাকে যেভাবে ছড়িয়ে দিয়েছেন কলাকুশলীরা, তাতে এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন এলাকার প্রাইভেট টিউটররা। এটি আই এস কে প্রোডাকশনের প্রথম নিবেদন থাকলেও আগামীদিনে সামাজিক বিভিন্ন সমস্যা গুলি নিয়ে এধরনের অনুদৈর্ঘ্যর ছায়াছবি করবেন বলে জানিয়েছেন উদ্যোক্তা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584