মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
এদেশ ওদেশ ঘুরে গুটিগুটি পায়ে রাশিয়া পৌঁছে গেল সত্যজিৎ দাস পরিচালিত ছবি ‘পেইন্টিংস ইন দ্য ডার্ক’। রাশিয়ার একটি টিভি চ্যানেলে টেলিভিশন প্রিমিয়ারে দেখানো হচ্ছে বিশ্বের সেরা কিছু সিনেমা। তারমধ্যেই জায়গায় করে নিয়েছে ‘পেইন্টিংস ইন দ্য ডার্ক’।
এর আগে গত ২৪ এপ্রিল আফ্রিকার একটি টিভি চ্যানেলে টেলিভিশন প্রিমিয়ারে দেখানো হয়েছিল প্রতিটি অ্যাওয়ার্ড বিজয়ী সিনেমা। এরমধ্যে সত্যজিৎ পরিচালিত এই সিনেমাটিও দেখানো হয়েছিল আফ্রিকার টিভি চ্যানেলের ওই টেলিভিশন প্রিমিয়ারে। গত ২১ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পেয়েছিল ‘পেইন্টিংস ইন দ্য ডার্ক’। ৯০ মিনিটের এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাশেদ রহমান।
একজন অন্ধ ছেলের চিত্রকর হয়ে ওঠার গল্প নিয়েই তৈরি এই ছবি। অন্ধ চিত্রকরের পাশাপাশি ছবিতে মা-ছেলের স্নেহের সম্পর্ককেও এক সুতোয় গেঁথেছেন নবাগত পরিচালক সত্যজিৎ। শুধু অন্ধত্বের নয়, সঙ্গে অস্তিত্বের লড়াই রয়েছে এই ছবিতে।
আরও পড়ুনঃ মা’কে হারিয়েও পরদিন সঠিক সময়ে শুটিং ফ্লোরে কাঞ্চন
পরিচালক সত্যজিৎ দাসের এটি প্রথম বড় পর্দার ছবি৷ দেশ-বিদেশের বহু ফেস্টিভ্যালে ত্রিশটিরও বেশি পুরস্কার পেয়েছে এই ছবি। কখনও পরিচালক, কখনও মুখ্য চরিত্রাভিনেতা রাশেদ রহমান আবার কখনও সেরা দৃশ্যকাব্য হিসাবে পুরস্কৃত হয়েছে ‘পেইন্টিংস ইন দ্য ডার্ক’।
আরও পড়ুনঃ সেরা সিনেমাটোগ্রাফির খেতাব জিতল সত্যজিতের ‘পেইন্টিংস ইন দ্য ডার্ক’
আফ্রিকার রিয়েল টাইম ফিল্ম ফেস্টিভ্যালেও সেরা বিশ্বাস ভিত্তিক চলচ্চিত্র হিসাবে পুরস্কৃত হয়েছে এই ছবি। বিদশে এত জনপ্রিয়তা অর্জন করতে পেরে খুশি টিম ‘পেইন্টিংস ইন দ্য ডার্ক’। এদেশেও এই ছবি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছে। মানুষের কাছে এইরকম ভালোবাসা পেয়ে খুশি পরিচালকও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584