সামাজিক বার্তা দিতে আসছে ‘পাস্তা’

0
160

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

এই কঠিন সময়ে নিজেদের মুখে সারাদিন হাসি ফুটিয়ে রাখাটা খুব কষ্টকর। তবু আগামীর কথা ভেবে আমরা হাসিটা ধরে রাখার চেষ্টা করি। সিনেমা, সিরিয়ালে পুনঃসম্প্রচার, গান, ওয়েব সিরিজ দেখেই কাটছে দিন গুলো। এর মাঝেই জায়গা করে নিতে চলেছে শর্ট ফিল্ম ‘পাস্তা’।

PASTA | newsfront.co

পাস্তা একটা চটপটা খাবার। এনার্জি বুস্ট করে। খেলে মনও ভাল হয়ে যায়। তাই মানুষের মনে বিনোদনের ছোঁয়া দিতে আসছে শর্ট ফিল্ম ‘পাস্তা’। সামাজিক বার্তা দেবে এই ছবি। করোনা পরিস্থিতিতে দাঁড়িয়ে ধনী-গরিবের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য এই ছবির রসদ।

suvo mandal | newsfront.co
শুভ মন্ডল

আরও পড়ুনঃ চিকিৎসকদের সম্মান জানিয়ে শর্টফিল্ম ‘বলুন ডাক্তারবাবু’

‘পাস্তা’ গল্পটি লিখেছেন শুভ মণ্ডল। অভিনয়ে শুভ মণ্ডল এবং সৌম্যদীপ বেরা। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অলোক কুমার মণ্ডল। পরিচালক অভিজিৎ নস্কর। গোটা ছবিটির শুটিং হয়েছে শুভ মণ্ডলের বসত বাড়িতে। এবং প্রত্যেকটি শট নেওয়া হয়েছে মোবাইলে।

সম্পাদনা এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অভি নস্কর। ডি ও পি মোহিনী মণ্ডল। ‘এ এস এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে প্রযোজনায় শুভ মণ্ডল এবং অভিজিৎ নস্কর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here