অন্য ভাবনার গল্প বলে ‘ফ্যান্টাজম’

0
184

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

পিতা-পুত্রের সম্পর্ক কেন্দ্রে রেখে তৈরি হল শর্ট ফিল্ম ‘ফ্যান্টাজম’। না, পিতা-পুত্রের দারুণ সম্পর্ক, অসাধারণ কেমেস্ট্রি এই ছবির রসদ নয়। আছে অন্য গল্প। এক সন্তানহীনা দত্তক নেয় অনি নামের একটি ছেলেকে। তাকেই সে আগলে ধরে বাঁচে।

Phantasm | newsfront.co

কিন্তু তার স্বামী অর্থাৎ দত্তক সন্তানের আইনত পিতা মেনে নিতে পারে না অন্য ঔরসের সন্তান। এই নিয়েই এগোতে থাকে গল্প। মা মারা যাওয়ার পর তার জীবনটা হয়ে ওঠে আরও কঠিন। ড্রাগের নেশা গ্রাস করে অনিকে। বাকিটা জানতে হলে দেখতে হবে ‘ফ্যান্টাজম’।

পিতার ভূমিকায় অভিনেতা-পরিচালক অভিজিৎ গুহ। পুত্রের ভূমিকায় তন্ময় মজুমদার। এরাই গল্পের দুই নেপথ্য নায়ক। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মল্লিকা সিংহ রায়, সঙ্গীতা মুখার্জি, তানিয়া রায় বসু, শুভজ্ঞান চক্রবর্তী, নিবেদিতা মজুমদার।

আরও পড়ুনঃ আমেরিকায় পাড়ি দিল সত্যজিতের ‘টু আসেমড’

গল্পভাবনায় নীলাদ্রি শঙ্কর রায়। পরিচালনায় অভিজ্ঞান মুখার্জি। ছবিতে সঙ্গীতের দিকটি দেখেছেন অমিত মিত্র। সম্পাদনায় প্রীতম চক্রবর্তী এবং অভিরূপ বিশ্বাস। এই শর্ট ফিল্মের টিজারে কবিতা পাঠ করেছেন অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতা, পায়েল দেব, রণজয় বিষ্ণু, রোহন ভট্টাচার্য, সোমা চক্রবর্তী, ধ্রুব সরকার। ছবিটি রিলিজ করেছে ইউটিউব প্ল্যাটফর্মে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here