আসছে রাশেদের ‘পিরিত’

0
118

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

লকডাউনে বাড়িতে বসে বোর হওয়ার দিন শেষ। একরাশ ভালোলাগা নিয়ে আপনার দরজায় হাজির বিনোদন জগত। করোনা সংক্রমণ রুখতে বন্ধ সিনেমাহল। তাই ওটিটি প্ল্যাটফর্মই এখন একমাত্র ভরসা। আর তাই লকডাউনেও দর্শকরা বাড়ি বসেই দেখে নিতে পারছেন ভালো ভালো সিনেমা।

shortfilm | newsfront.co

এবার এক জমাটি গল্প নিয়ে টিম আরএসডি-র প্রযোজনায় শীঘ্রই আসছে নতুন শর্ট ফিল্ম ‘পিরিত’। প্রযোজক হিসাবে এটাই রাশেদের প্রথম কাজ। শুধু কি তাই? নাহ্। প্রযোজনার পাশাপাশি পরিচালনার দায়িত্বও একাহাতে সামেলেছেন রাশেদ রহমান। ‘পিরিত’-এর গল্পও তাঁরই লেখা।

আরও পড়ুনঃ রাশিয়ার টেলিভিশনে বাংলা সিনেমা ‘পেইন্টিংস ইন দ্য ডার্ক’

গ্রামের ছেলে, মেয়েকে নিয়েই লেখা হয়েছে এই শর্ট ফিল্মের গল্প। গল্পের কেন্দ্রে রয়েছে মারণ রোগ ক্যানসার। একটি মেয়ের জীবনযুদ্ধের গল্প বলবে এই ছবি। ইতিমধ্যে লন্ডনের একটি ফেস্টিভ্যালে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে এই শর্ট ফিল্মটি। এবার শুধু অনলাইনে মুক্তির অপেক্ষায়। ‘পিরিত’এ অভিনয় করতে দেখা যাবে রাশেদ এবং মিমিকে।

আরও পড়ুনঃ দাবা খেলার গল্প বলবে রিঙ্গোর ‘চেকমেট’

এর আগে সত্যজিৎ দাস পরিচালিত ‘পেইন্টিংস ইন দ্য ডার্ক’ ছবিতে এক অন্ধ চিত্রকরের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল রাশেদ রহমানকে। তাঁর অভিনীত এটাই ছিল প্রথম বড়পর্দার ছবি। আর প্রথম ছবিতেই সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন রাশেদ। এছাড়াও বেশ কিছু শর্ট ফিল্মে অভিনয় করতে দেখা গেছে এই তরুণ তুর্কীকে। শুধু এই দেশেই নয়, সম্প্রতি বাংলাদেশের নাটকেও অংশ নিয়েছেন রাশেদ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here