নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
এই কাহিনি দুই বান্ধবীর। যাদের মাঝে একটাই সেতু, রবীন্দ্রনাথ। একদিকে সংসারের টানাপোড়েন ও দ্বিধা-দ্বন্দ্ব, অন্যদিকে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার লড়াই, আরেকদিকে রবিঠাকুরকে ঘিরে তাদের বেঁচে থাকার আকুতি। তাই রবীন্দ্রনাথও এই গল্পের প্রধানতম চরিত্র যার প্রকাশ তাঁর গানের কথায় আর সুরে। রবীন্দ্রনাথকে সঙ্গে নিয়ে বাঁচার জন্য কোন পথ বেছে নিয়েছে ওরা, নীরবতা নাকি প্রতিবাদ?তারই উত্তর খুঁজবে ‘প্রিয়তম হে’।
১৯ জুলাই রবিবার ‘আড্ডাজোন’-এর ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। বলতে দ্বিধা নেই, স্বল্পদৈর্ঘের ছবির ক্ষেত্রে এইভাবে ট্রেলার মুক্তি খুব একটা চোখে পড়ে না। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনস্বিতা ঠাকুর ও ইন্দিরা ভট্টাচার্য। যাঁরা মূলত সংগীতশিল্পী। অভিনয় তাঁরা এই প্রথম। এছাড়াও রয়েছেন কাশ্মীরা ভট্টাচার্য, মমতা ঠাকুর ও পদ্মা ভট্টাচার্য।
কাহিনি-চিত্রনাট্য-সংলাপ-সঙ্গীত-চিত্রগ্রহণ-শিল্প নির্দেশনা-পোশাক পরিকল্পনা – প্রযোজনা ও পরিচালনায় অভিষেক চট্টোপাধ্যায়। সম্পাদনায় দিব্যেন্দু মজুমদার। ধ্বনিসৃজন ও আবহ সংগীত পরিচালনায় দেবজ্যোতি নাগ। পোস্টার ডিজাইন ও গ্রাফিক্স- সুমিতাভ ও অর্ঘ্য।
আরও পড়ুনঃ আসছে রাশেদের ‘পিরিত’
আগামী ২২ শ্রাবণ, ইংরেজি অগাস্ট মাসের ৭ তারিখ ‘মেময়ের্স ফিল্ম’-এর ব্যানারে আড্ডাজোন-এর ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পাবে এই ছবি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584