বছর শুরুর প্রাক্কালে ‘ছায়া’র দেখা অরিজিৎ অফিসিয়ালে

0
160

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

বর্ষবরণের আগেই ২৯শে ডিসেম্বর, অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেল পরিচালক অরিজিৎ মুখোপাধ্যায়ের নতুন শর্টফিল্ম ‘শ্যাডো’।

Shadow shortfilm | newsfront.co

‘শ্যাডো’ নিয়ে পরিচালক অরিজিৎ জানান- “এটি আমার অন্যতম আরও একটি চ্যালেঞ্জিং কাজ। ভারত ও বাংলাদেশের মতো দুটি দেশের শিল্পীদের নিয়ে এই ছবির নির্মাণ। আমার অন্যন্য কাজের থেকে এটি একেবারে আলাদা বলা যায়। শ্যাডো হরর-থ্রিলারের অন্তর্গত একটি শর্টফিল্ম। অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী ও মডেল শারমিন আঁখি ও ভারতের অভিনেতা ও মডেল অরিত্রম মুখার্জি।”

Shortfilm | newsfront.co

শারমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান- “এই কাজ পরিচালক অরিজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে অনেক দিন ধরেই করার ইচ্ছে আমার। কিন্তু উভয় পক্ষেরই সময়ের কারণে করা হয়ে উঠছিল না। কিন্তু করোনাকালে যখন সবাই ঘরবন্দি হয়ে পড়ে তখন অরিজিৎ মুখার্জি এই শর্টফিল্মটি নিয়ে অনলাইন ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে কথা বলে। স্টোরিটি জেনে শুট করা হয় নিজের বাড়িতে থেকেই। এই শর্টফিল্ম নিয়ে আমি খুব আশাবাদী।”

আরও পড়ুনঃ রোজির চরিত্রে অভিনয় করছেন রাধিকা মিত্র

মুলত স্বল্পদৈর্ঘ্যর ছবিটিতে দেখানো হবে, রোমাঞ্চকর একটি গল্প। এক কথায়, ভয়াবহ ভোগান্তির রহস্য। সুনির্দিষ্টভাবে একে মায়া বলা যেতে পারে। সহজে বলতে গেলে ছায়া বর্তমান এবং অতীতের সংঘাতের গল্প।
ছবির গল্প লিখেছেন ভারতের তন্ময় দে, চিত্রনাট্য করেছেন মৌসুমী মুখার্জি।

আরও পড়ুনঃ এ আর রহমানের সুরে ইমনের প্রথম হিন্দি সিঙ্গল ‘নেহি সামনে’

ছবিটির গানের কথা, মিউজিক অ্যারেঞ্জমেন্ট, কম্পোজ ও প্রোগ্রামিং করেছেন ভারতের পুলক সরকার, গানটি গেয়েছেন জয়িতা। সম্পাদনা ও প্রমোশনের দায়িত্ব সামলেছেন অনিকেত রায়চৌধুরী। পরিচালনার দায়িত্ব সামলেছেন অরিজিৎ মুখোপাধ্যায় ও প্রযোজনায় অরিজিৎ অফিসিয়াল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here