লকডাউনে ঘরবন্দি তারকাদের নতুন নিবেদন ‘সাইলেন্স’

0
95

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

বাড়িতে বসেই শুটিং করে শর্টফিল্ম বানাচ্ছেন অভিনেতা অভিনেত্রীরা। টেলি সিরিয়ালের তারকারাও এই লকডাউনে বাড়িতে বেশিরভাগ সময় এভাবেই কাটাচ্ছেন।

Silence | newsfront.co

২৬ এপ্রিল প্রকাশ্যে এল শর্টফিল্ম ‘সাইলেন্স’। শর্টফিল্মটি পরিচালনা করেছেন অর্পণ বসাক। ছবির সঙ্গীতের দায়িত্বে ছিলেন মেঘ ব্যানার্জি।

সংলাপ ও স্ক্রিপ্ট লিখেছেন আকাশ কুমার। ছবিতে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র, দেবলীনা দত্ত মুখার্জি, দ্বিতিপ্রিয়া রায়, সোনালী চৌধুরী, জোজো মুখার্জি, জিয়া সরখেল, সুপ্রতীম সাহা, তথাগত মুখার্জি, জয়ী দেবরায় এবং সৌরভ ঘোষ।

আরও পড়ুনঃ মরমী ‘আত্মিক’ নিয়ে হাজির জিতু-নবনীতা

Silence shortfilm | newsfront.co

সকলেই বাড়িতে বসে শুটিং করেছেন। নীরবতার মধ্যে দিয়েই দেশবাসীর উদ্দেশ্যে করোনার বিষয়ে সচেতনতার বার্তা দিয়েছেন এই তারকারা। লকডাউনের এই একঘেয়েমি জীবনে নীরবতার মধ্যেও মানুষকে যে সচেতন করা যায় তা ‘সাইলেন্স’-এর মাধ্যমেই বুঝিয়েছেন পরিচালক। তাই এই লকডাউনে মন ভালো করার জন্য একটা সুন্দর শর্টফিল্ম দেখতে হলে অবশ্যই দেখতে হবে ‘সাইলেন্স’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here