মর্মস্পর্শী ভাবনায় সমৃদ্ধ শর্ট ফিল্ম ‘সোচ’

0
188

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

করোনা তথা লকডাউনের চক্করে থমকে গেছে জীবন। দেখাসাক্ষাত, আড্ডাবাজি, সিনেমা, ট্যুর সবেতে পড়েছে তালা৷ সারাদিন কাজের ভিড়ে নিজেদের নিয়োজিত রাখার পর সকলেই আমরা একটু আরাম খুঁজি, একটু স্বস্তি খুঁজি, একটু কাজহীন আনন্দ খুঁজি। আর সেটাই এখন এক প্রকার হারিয়েছে আমাদের জীবন থেকে। একাকীত্ব, নিজের সঙ্গে নিজে থাকা, নিজের সঙ্গে নিজে বাঁচা অনেকদিন তো হল। আর কত?

soch shortfilm | newsfront.co

উপরোক্ত ভাবনা আমাদের সকলের মনে ঘুরপাক খায়। আর সেই ভাবনা থেকেই জন্ম নিয়েছে লকডাউন শর্ট ফিল্ম ‘সোচ’।

এই পরিস্থিতিতে আমাদের ঘরে সাবধানে রেখে জনস্বার্থে ছুটে বেড়াচ্ছেন যে প্রতিনিধিরা অর্থাৎ ডাক্তার, প্রশাসন তাঁদের প্রতিও স্যালুট জানায় এই শর্টফিল্মটি। হিন্দি ভাষায় তৈরি হয়েছে ‘সোচ’।

soch shortfilm | newsfront.co

ছবির ভাবনা, সংলাপ, চিত্রনাট্য, পরিচালনা এবং সম্পাদনা অনিরুদ্ধ সরকারের। অভিনয়ে পারমিতা মুখার্জি এবং শুভঙ্কর মিত্র।

আরও পড়ুনঃ রাশিয়ার টেলিভিশনে বাংলা সিনেমা ‘পেইন্টিংস ইন দ্য ডার্ক’

soch shortfilm | newsfront.co

ছবিতে ডার্ক হরর ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে। সঙ্গতে ক্রিস্টোফে লি গুঁই, পণ্ডিত রাম নারায়ণ। ‘ধাগা ফিল্মস’-এর প্রযোজনায় তাদেরই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছে ‘সোচ’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here