মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
করোনার জেরে অসুস্থ গোটা বিশ্ব। লকডাউনই এখন ভরসা। কোভিড-১৯ সংক্রমণ রুখতে তাই বিশ্বের অধিকাংশ দেশে চলছে লকডাউন। স্কুল, কলেজ থেকে শুরু করে বন্ধ অফিস-কাছারিও। গৃহবন্দি থাকাই সংক্রমণ থেকে বাঁচার একমাত্র অস্ত্র। কিন্তু সারাদিন ঘরে থাকতে কার ভালো লাগে বলুন? তবে এক্ষেত্রে আর তো কোনো উপায়ও নেই। একদম ভুল। ইচ্ছা থাকলে সব সম্ভব। তাই বাড়িতে থেকেও আপনি ভালো থাকতে পারবেন।
কারণ আপনাকে খুশি করার জন্য এখন বিনোদন আপনার হাতের মুঠোয়। লকডাউনের মধ্যেই দর্শককে নতুন নতুন শর্ট ফিল্ম উপহার দিচ্ছেন পরিচালকরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি অ্যাম অরজিনালস্ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে অভিজ্ঞান মুখার্জি পরিচালিত শর্ট ফিল্ম ‘সোনালি সেই ভোর’।
ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সম্রাজ্ঞী সাহা, দেবলীনা রায়, দেবর্ষি বন্দ্যোপাধ্যায়, অভিরূপ চৌধুরী, মল্লিকা সিনহা রায়। এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন অংশু বছ, রাতুল মুখোপাধ্যায়, সায়ান কর্মকার, তনুশ্রী ঘোষ, মধুমিতা গুপ্ত, সুব্রত গুহ রায়, অর্ণব দত্ত সহ অন্যান্যরা। সকলে বাড়িতে বসেই শুট করেছেন। সঙ্গীতশিল্পী সায়ানী পলিতকেও একঝলক দেখা যাবে এই শর্ট ফিল্মটিতে। ছবিতে গান গেয়েছেন রিতম বিশ্বাস ও দেবলীনা রায়।
আরও পড়ুনঃ রাস্তার সারমেয় দত্তক নিলেন পোষ্যপ্রেমী সুচন্দ্রা ভানিয়া
ছবির গল্পে দেখা যাবে সকলেই সোনার ভোরের অপেক্ষায় রয়েছেন। করোনা মোকাবিলায় হঠাৎ করে শুরু হওয়া লকডাউনে অনেকেই বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন। কবে সব ঠিক হবে তার অপেক্ষায় দিন গুনছেন সবাই। সোশ্যাল ডিস্ট্যান্সের কথাও ভুললে চলবে না। তাই বাড়িতে থেকেই প্রিয় মানুষগুলোর সঙ্গে যদি ভার্চুয়ালি দেখা করা যায়, তাহলে মন্দ হয় না। তবে আর কি সোশ্যাল মিডিয়ার যুগে এখন যে যার ঘরে বসেই প্রিয়জনের সঙ্গে দেখাও করতে পারেন আর কথাও বলতে পারেন। ব্যাস, এইতো। এটাই ‘সোনালি সেই ভোর’-এর গল্প। এখনও না দেখে থাকলে চটপট দেখে নিন এই সুন্দর শর্ট ফিল্মটি। দেখবেন ছবির গল্পের সঙ্গে আপনি হয়ত নিজের মিল খুঁজে পেয়ে যেতে পারেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584