অভিষেক বসু বলবেন ‘তাদের কথা’

0
103

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

অভিষেক বসু আদতে একজন সফল সঙ্গীত পরিচালক। তবে, এবার একটু অন্য উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন তিনি। আসলে নিজেকে একটু অন্য ঢঙে ভাঙতে চাইছেন তিনি। কিন্তু তা নিজের আবেগ চরিতার্থ করতে নয়, সমসাময়িক পরিস্থিতির দ্বারা প্রভাবিত হয়েই কিছু বলার তাগিদ অনুভব করেছেন৷ আর নিজের কথা অগণিত মানুষের কাছে তুলে ধরার অন্যতম রাস্তা হল ফিল্ম। তাই এই লকডাউনেই তিনি নিয়ে আসছেন ‘তাদের কথা’ নামের একটি শর্ট ফিল্ম।

shortfilm | newsfront.co

ফিল্ম ইন্ডাস্ট্রির সকল খেটে খাওয়া মানুষের পাশপাশি প্রতিনিয়ত এই বাংলার বুকে যেসব মায়েরা তাঁদের সন্তানদের নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন, নিজের বাচ্চাকে ট্রাফিক না হতে দেওয়ার জন্য হুঙ্কার তুলছেন তাঁদের প্রতি স্যালুট জানিয়েই ‘তাদের কথা’ নামের একটি শর্ট ফিল্ম বানিয়েছেন তিনি। কবি আলো বসুর রচিত একটি গল্প অবলম্বনে সুপ্রতিম রায় উপস্থাপন করেছেন ‘তাদের কথা’। বিভিন্ন চরিত্রে রয়েছেন অনিন্দিতা বন্দ্যোপাধ্যায় রায়, দেবারুন স্বরাজ (মডেল / অভিনেতা), মধুসূদন বণিক।

আরও পড়ুনঃ অপরাধীদের শায়েস্তা করতে আসছে লালবাজার

সহযোগী নির্দেশনা এবং চিত্রনাট্য লিখেছেন তেজাস গান্ধী। মেক আপ এবং হেয়ার ড্রেসার অনিন্দিতা বন্দ্যোপাধ্যায় রায়। স্টাইলিং-এ তেজাস গান্ধী, অনিন্দিতা বন্দ্যোপাধ্যায় রায়। সম্পাদনা এবং পোস্ট প্রোডাকশনের কাজ করছেন শুভাশিস মণ্ডল। ক্যামেরায় সুপ্রতিম রায়, শুভাশিস মণ্ডল, তেজাস গান্ধী, অভিষেক বসু। সংগীতের দিকটি সামলেছেন অভিষেক বসু এবং অভিক গাঙ্গুলি। ছবির সমস্ত শুটিংটি করা হয়েছে মোবাইলে। খুব শীঘ্রই ছবিটি আসবে দর্শকের ঘরে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here