লকডাউনে এক রোমাঞ্চকর কাহিনী নিয়ে আসছে ‘দ্য ড্রিম অ্যান্ড দ্য হরর হোল’

0
93

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

আবারও বাড়ল লকডাউনের সময়সীমা। সংক্রমণের হাত থেকে বাঁচতে ঘরবন্দি থাকতে হচ্ছে সকলকে। অন্যদিকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। তবে এবার এক টানা বাড়িতে থেকে বোর হওয়ার দিন শেষ। কারণ, এই রবিবার মুক্তি পেতে চলেছে সত্যজিৎ দাস পরিচালিত শর্টফিল্ম ‘দ্য ড্রিম অ্যান্ড দ্য হরর হোল’।

The dream and the horror hole | newsfront.co

ছবির নামেই খানিকটা বোঝা যাচ্ছে যে, স্বপ্ন আর ভয় নিয়েই কোনও গল্প থাকবে এই শর্ট ফিল্মটিতে। ঠিক তাই। গভীর ঘুমের পরে, যখন আমরা স্বপ্নের জগতে প্রবেশ করি তখন আমরা কিছু চিত্র, আবেগ, ধারণা বা সংবেদন যেমন বিমূর্ত আকারে প্রচুর জিনিস প্রত্যক্ষ করি। সেইসময় মস্তিষ্কের ক্রিয়াকলাপটি বেশ উচ্চ থাকে। স্বপ্নে একটি কল্পনার ধাঁধা তৈরি হয় যা প্রত্যক্ষ করি এবং বাস্তবের মতো অনুভবও করতে পারি আমরা। ভয় হল এমন একটি আবেগ যা স্বপ্ন দেখার সময় ভীষণভাবে কল্পনা করে থাকি আমরা।

আরও পড়ুনঃ বাদুড় সেজে বর্তমান পরিস্থিতির নাটকীয় উপস্থাপনা অপরাজিতা আঢ্যর

The dream and the horror hole | newsfront.co

এই চিন্তাভাবনা থেকেই সত্যজিৎ দাস নতুন শর্টফিল্মটি বানিয়েছেন। এর আগে সত্যজিৎ পরিচালিত ছবি ‘পেইন্টিংস ইন দ্য ডার্ক’ দেশে বিদেশে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। ওই ছবিতে পরিচালক যেমন একজন অন্ধ চিত্রকর এবং মা-ছেলের সম্পর্ককে এক সুতোয় গেঁথেছিলেন ঠিক তেমনই তাঁর আগামী শর্টফিল্ম ‘দ্য ড্রিম অ্যান্ড দ্য হরর হোল’-এও স্বপ্ন ও ভয়কে এক সুতোয় গেঁথেছেন।

সত্যজিৎ দাস সবসময় অন্যের থেকে কিছুটা আলাদা ভাবেন। ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে এই প্রথম লুপ বিমূর্ত চলচ্চিত্র দেখতে পাবেন দর্শকরা। ভারতে এই ধরণের বিমূর্ত চলচ্চিত্র এর আগে আর হয়নি। সত্যজিতের কাছে এটা একটা চ্যালেঞ্জ। আর যদি আপনি স্বপ্ন আর ভয়কে একসঙ্গে অনুভব করতে চান তাহলে ৩ মে ঘুরে আসতে হবে উইটি কলাম-এর প্ল্যাটফর্মে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here