মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
করোনায় কাবু গোটা পৃথিবী। করোনা করাল ছায়ায় আচ্ছন্ন ভারত। আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃতের সংখ্যাও। সংক্রমণ ক্রমশ ছড়িয়ে পড়ছে। তাই সংক্রমণ রুখতে দীর্ঘমেয়াদী হচ্ছে লকডাউন। এহেন পরিস্থিতির মধ্যেই এল সুসংবাদ। স্পেনে পাড়ি দিচ্ছে সত্যজিৎ দাস পরিচালিত শর্ট ফিল্ম ‘দ্য ড্রিম অ্যান্ড দ্য হরর হোল’। গত ৩মে উইটি কলাম-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছ এই শর্ট ফিল্মটি।
গভীর ঘুমের পরে, যখন আমরা স্বপ্নের জগতে প্রবেশ করি তখন আমরা কিছু চিত্র, আবেগ, ধারণা বা সংবেদন যেমন বিমূর্ত আকারে প্রচুর জিনিস প্রত্যক্ষ করি। সেইসময় মস্তিষ্কের ক্রিয়াকলাপটি বেশ উচ্চ থাকে। স্বপ্নে একটি কল্পনার ধাঁধা তৈরি হয় যা প্রত্যক্ষ করি এবং বাস্তবের মতো অনুভবও করতে পারি আমরা।
ভয় হল এমন একটি আবেগ যা স্বপ্ন দেখার সময় ভীষণভাবে কল্পনা করে থাকি আমরা। এই চিন্তাভাবনা নিয়েই নতুন এই শর্ট ফিল্মটি বানিয়েছেন সত্যজিৎ। বলা যায়, এই ছবিতে স্বপ্ন ও ভয়কে এক সুতোয় গেঁথেছেন পরিচালক। ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে এই প্রথম লুপ বিমূর্ত চলচ্চিত্র দেখতে পাবেন দর্শকরা।
আরও পড়ুনঃ ঝাড়ু হাতে এল অনু!
ভারতে এই ধরণের বিমূর্ত চলচ্চিত্র এর আগে আর হয়নি। সত্যজিতের কাছে এটা একটা চ্যালেঞ্জ ছিল। আর সেই চ্যালেঞ্জে জিতে গিয়েছেন এই তরুণ পরিচালক। এর আগে তাঁর পরিচালিত ছবি ‘পেইন্টিংস ইন দ্য ডার্ক’ দেশ বিদেশে প্রচুর প্রশংসা কুড়িয়েছে। এবার সত্যজিৎ-এর সদ্য মুক্তি পাওয়া শর্ট ফিল্ম ‘দ্য ড্রিম অ্যান্ড দ্য হরর হোল’ সিলেক্ট হয়েছে স্পেনের এএলসি ভিডিও আর্ট ফেস্টিভালে।
৭ সেপ্টেম্বর স্পেনের এই ফেস্টিভালে প্রদর্শিত হবে সত্যজিৎ পরিচালিত শর্ট ফিল্মটি। এছাড়াও, ওই ফেস্টিভালে মাস্টার ক্লাসের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে সত্যজিৎকে। এত কম সময়ে দর্শকের কাছ থেকে এত ভালোবাসা পেয়ে আপ্লুত পরিচালক সত্যজিৎ দাস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584