সাইবার ক্রাইমের গল্প বলবে শিলাদিত্যর ‘দ্য ইনসাইড জব’

0
228

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

‘অ্যাসর্টেড মোশন পিকচার্স’ এবং ‘বিগ ব্যাং অ্যামিউজমেন্ট’–এর প্রযোজনায় সাইবার ক্রাইমের গল্প শোনাতে ওটিটি প্লাটফর্মে আসছে শিলাদিত্য মৌলিক পরিচালিত ৩০ মিনিটের স্বল্প দৈর্ঘের বাংলা ছবি ‘দ্য ইনসাইড জব’।

flim started| newsfront.co

‘অ্যাসর্টেড মোশন পিকচার্স’ এই প্রথমবার বিগ ব্যাং অ্যামিউজমেন্ট এর সঙ্গে জুটি বেঁধে সগৌরবে ঘোষণা করল শিলাদিত্য পরিচালিত এই ছবির নাম। ‘বিগ ব্যাং অ্যামিউজমেন্ট’ এমন একটি নোভেলা ওটিটি প্ল্যাটফর্ম যা তাদের জাঁকজমকপূর্ণ কনটেন্টের সঙ্গে দর্শকহৃদয়ে রেভোলিউশন ঘটাতে চলেছে। তারই প্রথম পদক্ষেপ ৩০ মিনিটের ছোট ছবি ‘দ্য ইনসাইড জব’।

shiladitya moulik | newsfront.co
পরিচালক

এই ছবির প্রযোজনায় থাকছেন অরিত্র দাস, সর্বানি মুখার্জি ও দিব্যেন্দু পাল। প্রথম পূর্ণ দৈর্ঘের ছবি ‘সোয়েটার’-এর বিপুল সাফল্যের পরে শিলাদিত্য এবার ইনসাইড জব ছবির মধ্যে দিয়ে সাসপেন্স থ্রিলার জঁ’ড়ের গল্প বলবেন দর্শককে।এই ছবির ঘোষণায় আপ্লুত হয়ে ‘বিগ ব্যাং অ্যামিউজমেন্ট’- এর সহ প্রতিষ্ঠাতা সুদীপ মুখার্জি জানান- “প্রভাবশালী গল্প এবং পাওয়ারফুল কনটেন্ট-এর সঙ্গে ‘বিগ ব্যাং অ্যামিউজমেন্ট’ সারা বিশ্বের মানুষকে বিনোদন দিতে চলেছে।

saheb chatterjee | newsfront.co

priyanka | newsfront.co
প্রিয়াঙ্কা ভট্টাচার্য

‘দ্য ইনসাইড জব’ ছবির ঘোষণায় আমরা সত্যি খুব আনন্দিত। এই ছবি আমাদের ছোট ছবির মধ্যে দিয়ে পৃথিবীর বৃহত্তম কনটেন্ট লাইব্রেরি নির্মাণের পথে প্রথম পদক্ষেপ বলা যায়।” ও টি টি প্ল্যাটফর্মে এই প্রথম কাজ করতে চলেছেন পরিচালক শিলাদিত্য মৌলিক। তিনি জানান- “এই ছবি ৩০ মিনিটের একটা ওয়েব অরিজিনাল। ছবির নাম ‘দ্য ইনসাইড জব’। ছবির গল্প সাইবার ক্রাইমের উপর নির্ভর করে নির্মিত।

saheb and sreelekha | newsfront.co
সাহেব চট্টোপাধ্যায় ও শ্রীলেখা মিত্র

ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে সাহেব চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, প্রিয়াঙ্কা ভট্টাচার্য ও রাজদীপ সরকারকে। ক্যামেরায় থাকছেন সৌভিক বসু, সঙ্গীত পরিচালনায় থাকছেন সৌম্য ঋত। ছবির বিষয়ে আমি খুব একসাইটেড কারণ এই ছবির মধ্যে দিয়ে সাহেব চট্টোপাধ্যায় ও শ্রীলেখা মিত্র দীর্ঘদিন পরে এক সঙ্গে কাজ করতে চলেছেন। দুটি চরিত্রই ভীষণ অন্যরকম। অন্যদিকে আমিও সাইবার ক্রাইম নিয়ে এই প্রথম বার কাজ করতে চলেছি।

actress | newsfront.co

সুতরাং আমাদের সকলের জন্যই এই ছবি অনেক নতুন অভিজ্ঞতা নিয়ে আসছে। ছবিটি ওয়েব কনটেন্ট এবং ওয়েব কনটেন্ট এর বর্তমান আন্তর্জাতিক গুণমানের কথা মাথায় রেখে। ছবিতে অ্যাকশন থাকছে, মাইন্ড গেম এর কিছু দৃশ্যও রয়েছে। ছবিতে অনেক চড়াই উতরাই রয়েছে। আর আমায় যেহেতু দর্শক রোম্যান্টিক মিষ্টি ছবির পরিচালক হিসেবেই বেশি জানে, সেক্ষেত্রে আমার এই প্রথম এই ধরনের কাজ। তাই এই কাজ অনেক বেশি স্পেশাল হতে চলেছে আমার জন্য।”

sreelekha | newsfront.co
শ্রীলেখা মিত্র

‘অ্যাসর্টেড মোশন পিকচার্স’-এর তরফে প্রযোজক অরিত্র দাস ছবির বিষয়ে জানান- “২০২০-র প্যান্ডেমিক পরিস্থিতির পরে বেশ অকস্মাৎ এই ছবির কাজ শুরু হল। আমরা যে ছবির কাজ শুরু করতে পেরেছি, সেটাই আমাদের কাছে অনেক সৌভাগ্যের বিষয়। খুব কম সময়ের মধ্যে এই কাজ রূপায়িত করার সিদ্ধান্তে আসতে পেরেছি আমরা। এর জন্য ধন্যবাদ জানাতে হয় ছবির পরিচালক শিলাদিত্য মৌলিককে।

shiladitya and saheb | newsfront.co
পরিচালক শিলাদিত্য মৌলিক এবং অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়

আরও পড়ুনঃ রেশমির জীবন ঘেরা ‘শেষের কাহিনী’

ধন্যবাদ জানাই  শ্রীলেখা মিত্র, সাহেব চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, সহ সমস্ত অভিনেতা অভিনেত্রীদের এই প্রোজেক্ট কে সাপোর্ট করার জন্য। এবং বিশেষ করে ধন্যবাদ জানাবো আমাদের ক্রিয়েটিভ প্রোডিউসার রাম কমল মুখার্জিকে, পুরো প্রোজেক্ট টিকে এত সুন্দর করে ডিজাইন করে দেওয়ার জন্য। একজন বাঙালি হিসেবে ছবির সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যি আপ্লুত।”

শুরু হয়েছে ছবির কাজ, শ্যুট চলবে কলকাতার বিভিন্ন লোকেশনে।  মুখ্য চরিত্রে সাহেব চট্টোপাধ্যায় , শ্রীলেখা মিত্র, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, রাজদীপ সরকার ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রিমো, শুভ্রনীলকে। ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখছেন জিৎ মজুমদার। ক্যামেরায় সৌভিক বসু।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here