নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
আরও এক ভালোবাসার গল্প স্বল্প সময়ে। অনন্যা পালের কাহিনি, চিত্রনাট্য এবং পরিচালনায় হাজির শর্ট ফিল্ম ‘দ্য ক্রিসেন্ট মুন’। মুখ্য দুই চরিত্রে রয়েছেন রূপান্তরিত নারী শ্রীঘটক মুহুরি এবং জয়দীপ দাশগুপ্ত।
গল্প আবর্তিত হয় সৌরভ ও শ্রীময়ী নামে দুই যুবক-যুবতীকে কেন্দ্রে রেখে। একদিন এক বাসস্ট্যান্ডে দেখা দুজনের। এরপর ভাব, তারপর ভালোবাসা। আর তারপর? জানতে হলে দেখতে হবে ছবিটি।
সিনেমাটোগ্রাফিতে তনুময় চক্রবর্তী, কণ্ঠশিল্পী সাত্বিকা দাস, মেক আপ-এ অরুণ বারিক। এক্সিকিউটিভ প্রোডিউউসার অরুণাভ বসু। তিনি পেশায় একজন সাংবাদিক এবং দক্ষ সঞ্চালক।
‘ক্লাটার বক্স পিকচার্স’-এর নিবেদনে অরুণাভর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘দ্য ক্রিসেন্ট মুন’-এর ট্রেলার।
প্রসঙ্গত, রূপান্তরিত নারী শ্রীঘটক মুহুরি প্রথম লিগাল ব্রাইড (Legal bride)। তিনি একাধারে নৃত্যশিল্পী অন্যদিকে অভিনেত্রী। পাশাপাশি সমাজসেবী। নিজের রয়েছে একটি ব্যস্ত বিউটি স্যালঁ।
আরও পড়ুনঃ থ্রিলারের মোড়কে মা ছেলের বন্ডিং এর কথা বলবে ‘ওয়ার দ্য জার্নি টু উইন’
‘ত্রয়ী ফাউন্ডেশন’ নামে একটি সমাজসেবী সংগঠনও রয়েছে তাঁর। তিনি রামকমল মুখার্জির ‘সিজনস গ্রিটিংস’-এ অভিনয় করেছেন।
ওদিকে জয়দীপ দাশগুপ্ত এম বি এ পাশ করে একটি কোম্পানির মার্কেটিং ম্যানেজার পদে রয়েছেন। অভিনয় তাঁর কাছে নেশা। মডেলিংও করেন। ‘বউ কথা কও’ ধারাবাহিকে অভিনয়ও করেছেন জয়দীপ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584