নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
বাংলা বিনোদনজগতে প্রিয়ম-শুভজিতের নাম জানা নেই এমন টেলি-সিনেপ্রেমী মানুষের অভাব আছে। দুজনেই অভিনয়ের ব্যস্ত কারিগর। তায় আবার দম্পতি।
এই লকডাউনে একটি শর্ট ফিল্ম বানিয়ে ফেললেন দুজনে। নাম ‘থ্রিলার’। নামেই থ্রিলার নয়, বেশ গা ছমছমে, ভৌতিক রসায়ণ রেখেছেন তাঁরা তাঁদের শর্ট ফিল্মে। একদিকে দুজনকে দেখা যাচ্ছে স্বামী-স্ত্রী হিসেবে। অন্যদিকে আবার শুভজিতকে দেখা যাচ্ছে এলাকার এক সমাজসেবী যুবক হিসেবে, যে কিনা এলাকার বৃদ্ধ-বৃদ্ধাদের বাড়িতে বাজার পৌঁছে দেয়।
আবার এই শুভজিতকেই দেখা যাচ্ছে এক দুষ্কৃতী হিসেবে। এর সঙ্গে জড়িয়ে রয়েছে প্রিয়মের কিছু অলৌকিক দৃশ্যের সঙ্গে মোলাকাত। সবমিলিয়ে বেশ থ্রিলিং এই ‘থ্রিলার’। ছবিটির একটা জায়গায় সূক্ষ্ম মজা আছে। কীরকম? একটা ছবি, দুটি বোন, তিনটি গল্প। না, এর বেশি বলা যাবে না। দেখতে হবে।
আরও পড়ুনঃ ওটিটি, সিনেমা হল দুটি শিবির নয়ঃ অর্ঘদীপ চ্যাটার্জি
ছবির ভাবনায় হেনসো। লাইট, ক্যামেরা, অ্যাকশন থুড়ি পরিচালনা শুভজিতের। সম্পাদনা এবং মিউজিকে অনির্বাণ মণ্ডল। সাব টাইটেল করেছেন দেবারতি রায়। নিজেদের সুখের ঘরে বসেই দুজনে সেরেছেন শুটিং।
মিনিট কয়েকের জন্য অবশ্য বাইরের দুটি দৃশ্য আছে ছবিতে। ছবিতে আরও দুটি চরিত্রে রয়েছেন মিতা চক্রবর্তী, শোভা চৌধুরী। প্রিয়ম-শুভজিতের ‘অ্যাক্টো ফ্যাক্টো ফিল্মস’-এর প্রযোজনায় এসেছে এই শর্ট ফিল্মটি।
অ্যাক্টো ফ্যাক্টো ফিল্মস-এর ইউটিউব প্ল্যাটফর্মে পাড়ি জমিয়ে দেখতে পারেন ছবিটি। মন্দ লাগবে না প্রিয়ম-শুভজিতের লকডাউন ‘থ্রিলার’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584