লকডাউন ক্রাইসিস-এর গল্প বলবে ‘টুকু’

0
368

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

এই লকডাউনে ঘরবন্দি সিনেপ্রেমী দর্শকের মন মজাতে এল একগুচ্ছ শর্ট ফিল্ম। এবার তালিকায় যুক্ত হল আরও একটি নাম, ‘টুকু’। পরিচালক অভিনন্দন দত্ত। মডেল হতে চাওয়া এক তরুণীর জীবন চোরা পথের বাঁকে হারিয়ে যাওয়ার কাহিনি বলবে এই শর্ট ফিল্ম।

Shortfilm TUKU | newsfront.co

মেয়েটির মডেল হতে চাওয়া আর হতে না পারার মধ্যে লুকিয়ে আছে অনেক করুণ কাহিনি। মায়ের সঙ্গে মেয়েটির সম্পর্কের টানাপোড়েন এক অন্য মেসেজ দেবে ছবিতে। অভাবের সংসারে এই লকডাউন আরও কতভাবে মানুষের জীবনকে টলিয়ে দিল তার চিত্র উঠে আসবে এই ছবিতে। লকডাউনের জেরে লালবাতি এলাকাও আজ শুনশান। দেখা মেলে না খদ্দেরদের। কীভাবে চলছে যৌনকর্মীদের জীবন যাপন? এই প্রশ্নের খানিকটা উত্তর মিলবে এই ছবিতে।

আরও পড়ুনঃ মুম্বইয়ের মিউজিক্যাল জার্নিতে কলকাতার সুদীপ্তা

বিভিন্ন চরিত্রে রয়েছেন কৃষ্ণা এবং অনন্যা। কৃষ্ণা সম্পূর্ণ এক অন্য পেশা থেকে আজ অভিনয়ের দুনিয়ায়। একসময় তিনিই কোনও চ্যানেলের হয়ে ঠিক করতেন কে কোন চরিত্রে অভিনয় করবেন। সহজ কথায় কাস্ট করতেন তিনি। নিজেই জানালেন- “একদিন আমিই পরিচালক অভিনন্দনকে একটা কাজে কাস্টিং করেছিলাম। আজ অভিনন্দন আমাকে কাস্ট করল। এমনকী ছবির সম্পাদনা করছেন স্বর্ণদীপ, তাঁকেও আমি কাস্ট করেছি একদিন।” অনন্যা বাস্তবেও মডেলিং করেন। এখানেও তিনি সেই চরিত্রেই। কণ্ঠ দিয়েছেন চাহাত মালহোত্রা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here