মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
আজ, রবিবার ইউটিউব চ্যানেলে মুক্তি পেল সত্যজিৎ দাস পরিচালিত শর্ট ফিল্ম ‘দুই পৃথিবী’। দুটো পৃথিবীর কথা নিয়ে তৈরি এই ছবির গল্প। পৃথিবী আবার দুটো হয় নাকি? হ্যাঁ, দুটো পৃথিবী হয়। একটা পৃথিবী হল যেখানে না চাইতেও সব পাওয়া যায় আর একটা পৃথিবী হল যেখানে চাইলেও কিছু পাওয়া যায়না। সবটা জেনে সত্যজিৎ রায়ের ‘টু’ শর্ট ফিল্মটার কথা আপনার মনে পড়ছে নিশ্চয়ই।
১২ মিনিটের ওই নির্বাক ছবিটিতেও এমনই দুটো পৃথিবীর কথা বোঝাতে চেয়েছিলেন সত্যজিৎ। সত্যজিৎ দাসের এই নির্বাক ছবিটিও খানিকটা তেমনই। তবে এই ছবিতে যেমন দুটো পৃথিবীর কথা উঠে এসেছে তেমনই আবর্জনা পরিষ্কার করে এমন একটি ছোট ছেলে আর তার মায়ের নিবিড় সম্পর্ককেও এই ছবিতে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ছেলে তাঁর প্রতিবন্ধী মায়ের জন্য কুছ ভি করতে পারে। এমনই কিছু দৃশ্য রয়েছে এই শর্ট ফিল্মটিতে।
নবাগত পরিচালক সত্যজিৎ দাসের এই ছবিটিতে অভিনয় করেছেন তিয়াস দে এবং স্নেহা বিশ্বাস। জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘সহজ পাঠের গপ্পো’-এর কারণে দর্শকমহলে পরিচিত মুখ স্নেহা। এর আগে ২০১৮ সালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘দুই পৃথিবী’। এই শর্ট ফিল্মটির গল্প, চিত্রনাট্য, সঙ্গীত, সম্পাদনা ও পরিচালনার দায়িত্ব একা হাতে সামলেছেন স্বয়ং এ প্রজন্মের সত্যজিৎ।
আরও পড়ুনঃ অন্য টাবুকে সঙ্গে নিয়ে সামনে এল মীরা নায়ারের ‘আ স্যুইটেবল বয়’-এর ট্রেলার
ইতিমধ্যে দেশ বিদেশের বহু ফেস্টিভ্যালও ঘুরে নিয়েছে এই শর্ট ফিল্মটি। লন্ডন, আফ্রিকা, ইটালি, নেদারল্যান্ড, ফ্রান্স-সহ বিশ্বের অধিকাংশ দেশই ঘোরা হয়ে গিয়েছে সত্যজিৎ-এর ‘দুই পৃথিবী’র।
আরও পড়ুনঃ রান্নাবান্নায় জোড়া ইলিশ উৎসব
এবার ইউটিউবে মুক্তি পেল এই ছবি। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার পর দর্শকের কাছ থেকে যেভাবে সাড়া পেয়েছে এই ছবি, তাতে আগামী দিনেও যে এই শর্ট ফিল্মটি দর্শকের কাছে সেরার সেরা হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584