উঠে দাঁড়াক বাংলা

0
113

নবনীতা দত্তগুপ্ত , বিনোদন ডেস্কঃ

কোভিড-১৯ আর তার দোসর আমফানের ধুন্ধুমার প্রেমে নাজেহাল মানবজীবন। কোভিড-১৯ যেমন মানুষের জীবনের স্বাভাবিক ছন্দে পতন ঘটিয়েছে, তেমনই আমফান তছনছ করেছে কত অঞ্চল। ব্যাঘাত ঘটিয়েছে জীবনযাত্রায়। বেশ কিছুদিন আলো আর জলের সমস্যায় নাজেহাল হয়েছেন কত মানুষ। এই দুটি রিপুকে কেন্দ্রে রেখে একটি অ্যাওয়ারনেস ক্যাম্পেন বানিয়েছেন পরিচালক অরিজিৎ চক্রবর্তী। নাম ‘উঠে দাঁড়াক বাংলা’।

shortfilm | newsfront.co

আজ বাংলা যে সময়ের মধ্যে দাঁড়িয়ে আছে তাতে তার উঠে দাঁড়ানোর, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় আর কামনায় আমরা প্রত্যেকে। আর সেই কারণেই এই ছবি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিনেমা এবং সিরিয়ালের জনপ্রিয় সব অভিনেতারা।

আরও পড়ুনঃ সুচন্দ্রার ভাবনায় তিন কন্যের তিনটি জীবন, হাজির টিজার

রয়েছেন খরাজ মুখার্জি, স্বস্তিকা দত্ত, কৌশিক ব্যানার্জি, লাবনী সরকার, রাজ চক্রবর্তী, অণ্বেষা হাজরা, দিব্যজ্যোতি দত্ত, দেবাদৃতা বসু, অনুরাধা মুখার্জি, বুদ্ধদেব ভট্টাচার্য, টুম্পা ঘোষ, অভিষেক বসু, দেবচন্দ্রিমা সিংহ রায়, ঐন্দ্রিলা শর্মা, বুলবুলি পাঁজা, অম্বরীশ ভট্টাচার্য, দিতিপ্রিয়া রায়, মানসী সিনহা, জিতু কমল, নবনীতা দাস, অদ্রিজা রায়, দেবজ্যোতি রায় চৌধুরী, তুলিকা বসু, দিয়া, সপ্তর্ষি মৌলিক, রাজদীপ গুপ্ত, সঞ্চারী দাস, সৌরভ চক্রবর্তী, সৌমিক চক্রবর্তী, সুদীপ মুখার্জি, সায়নী ঘোষ, মানালি দে, হৃতোজিত চ্যাটার্জি, অমিত দাস।

আরও পড়ুনঃ খিচুড়ি চুরি প্রসঙ্গে গবেষকদের অভিযোগের জবাবে মুখ খুললেন পরিচালক পল্লবী চট্টোপাধ্যায়

ভাবনা ও পরিচালনা অরিজিৎ চক্রবর্তীর৷ দীর্ঘকাল পরিচালক রাজ চক্রবর্তীর সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন তিনি। স্ক্রিপ্ট লিখেছেন সৌগত। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অম্লান। সম্পাদনায় মহম্মদ কালাম এবং পম্পা কুণ্ডু। সাউন্ড ডিজাইন করেছেন অনীশ বসু। পোস্টার ডিজাইন করেছেন অর্কজ্যোতি চৌধুরী এবং অনিন্দ্য বসু। অভিনেতারা প্রত্যেকেই নিজেদের ঘরে বসে অভিনয় শুট করেছেন মোবাইলে। সমগ্র বিষয়টিতে নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রুদ্রনীল ঘোষ। আজ দর্শক দরবারে আসবে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেনটি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here