নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
পারমিতা মুন্সির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় তৈরি হল শর্ট ফিল্ম ‘ভালোবাসা পজিটিভ’।শুরুতেই গল্পটা একটু বলে দিই। সুখের সসংসার দয়িতার।স্বামী সুমন, আর শাশুড়ি অনিমাকে নিয়ে ছোট্ট পরিবার তার।
মাত্র দু’বছর বিয়ে হয়েছে। সন্তানাদি হয়নি এখনও।সন্তান না হওয়ার কারণে শাশুড়ির মনে তার সম্পর্কে সামান্য উষ্মা রয়েছে বটে, তবে শাশুড়ি মানুষটা মোটের ওপর মন্দ নয়। দয়িতার বর সুমন ভদ্র, শান্ত, কেয়ারিং মানুষ।
সবে জীবনটাকে ডানা মেলে উপভোগ করতে শুরু করেছে দয়িতা, তার মধ্যেই এই প্যানডেমিক করোনা সব লণ্ডভণ্ড করে দিল।লণ্ডভণ্ড করল দয়িতার জীবনও। মৃত্যু ডাক দিল তাকে।
কিন্তু কীভাবে? কী ঘটল তার সঙ্গে?সেটা চমক হিসেবেই থাক। ভালোবাসা কেন পজিটিভ সেই প্রশ্নেরও উত্তর আছে এই ছবিতে।
আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসে মুক্তি পেল শর্ট ফিল্ম ‘জয় হিন্দ’
ছবির প্রযোজক সুদীপ ব্যানার্জি। চিত্রগ্রহণে অশোক প্রামানিক। শিল্প নির্দেশনায় সুদীপ ভট্টাচার্য। সম্পাদনায় অরিজিৎ বসু সঙ্গীত পরিচালনা অভিমন্যু চ্যাটার্জি। কণ্ঠশিল্পী মিতুল দত্ত। নৃত্য পরিচালনায় ইন্দ্রাণী গাঙ্গুলি।
মুখ্য সহকারী পরিচালক অশোক দাস।
অভিনয়ে- দেবলীনা দত্ত মুখার্জি (দয়িতা) দেবদূত ঘোষ (সুমন-দয়িতারস্বামী ) সুতপা ব্যানার্জি) (অনিমা, দয়িতার শাশুড়ি), দেবজিৎ কুণ্ডু –পুলিশ অফিসার(দয়িতার দাদা) ইন্দ্রাণী ঘোষ (রত্না দয়িতার মামী শাশুড়ি)।
সমস্ত সামাজিক দূরত্বের সবরকম নিয়ম বজায় রেখে ছবিটি তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। ”ভালোবাসা পজিটিভ’ থেকে উপার্জিত একটি অংশ কোভিড-১৯ মহামারীর জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দেওয়া হবে বলে জানানো হয়েছে প্রযোজনা সংস্থার তরফে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584