নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
শিরোনামে চমকে গেলেন? হ্যাঁ চমকানোরই কথা। ‘who was he’ কথাটা বললে কে একটু ভাববেন না বলুন তো? আসল ব্যাপারটা হল অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় বানিয়ে ফেলেছেন একটি তিন মিনিটের শর্ট ফিল্ম। নাম ‘হু ওয়াজ হি?’ বা ‘who was he?’ আর তা প্রশংসিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের নানা ফেস্টিভ্যালে।
ছবিতে রয়েছে দুটি প্রধান চরিত্র। সেই দুটি চরিত্রে রয়েছেন জয়জিৎ স্বয়ং এবং অঙ্কুর রায়। অন্য একটি চরিত্রে রয়েছেন প্রীতম।তিন মিনিটের এই ছবির চিত্রনাট্য ও পরিচালনা জয়জিতের। গল্প ও ভাবনায় অঙ্কুর রায়। সম্পাদনায় সৌগত রায়।
খাবার ডেলিভারি আসায় অপেক্ষারত এক ব্যক্তি রয়েছে গল্পের কেন্দ্রে। তা হলে ডেলিভারি বয়? কে সে? সে কি এল নাকি এল না? এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ছবিতে।ছবি প্রসঙ্গে অঙ্কুর রায় বলেন- “এই ছবিটি আমরা লকডাউনে যে যার ঘরে বসে মোবাইলে শুট করে বানিয়েছিলাম।
জয়জিৎ’দার সাথে একদিন ফোনে কথা হতে হতে আমাকে বললেন যে একটা কনসেপ্ট ভাব যেটা নিয়ে আমরা একটা শর্ট ফিল্ম বানাবো আর ফেস্টিভ্যালে পাঠাবো। সেদিন রাতে জয়জিৎ দা’কে ভয়েস নোট এ এই ছবির গল্পটা পাঠাই। আমাকে সকালবেলা ফোন করে বলেন, ভীষণ ভাল হয়েছে। চল আমরা একসাথে ছবিটা করব।
ছবিটা সম্পূর্ণ আমরা যে যার বাড়িতে থেকে মোবাইলে শুট করেছি। ছবিটিতে ডি ও পি-র দায়িত্ব সামলেছেন একদিকে জয়জিৎ দা ও তাঁর স্ত্রী শ্রেয়া দি এবং আমার মা পুতুল রায়।এই ছবিটি এখনও পর্যন্ত মোট তেরোটি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে স্ক্রিনিং হয়েছে। তার মধ্যে দুটি ফেস্টিভ্যালে বিজয়ী হয়েছে। একটি ‘বাংলাদেশের হাবিগঞ্জ ফিল্ম ফেস্টিভ্যাল’ এবং আরেকটি ‘নিউ নরমাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’।
‘বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড’ আমরা দুজনেই যুগ্মভাবে পেয়েছি ‘নওয়াদা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ এবং ‘ইন্ডিয়ান গ্লোবাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে’।এ ছাড়াও দুটি ফেস্টিভ্যালে ফাইনালিস্ট এবং একটি ফেস্টিভ্যালে সেমিফাইনালিস্ট-এর জায়গা পেয়েছে আমাদের ছবি।”
আরও পড়ুনঃ ‘স্বাদ অনুসার’ নিয়ে হাজির শিলাদিত্য মৌলিক
পাশাপাশি সম্প্রতি ছবিটি ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অফ মেলবোর্নে ২০২০’- তে (IFFM2020) সিলেক্টেড হয়েছে স্ক্রিনিং এর জন্য। সারা ভারতবর্ষ থেকে মোট ৭০ টি ছবি এই ফেস্টিভ্যালে গিয়েছে। আর তাতে বাংলা ছবি মোট সাতটি। তার মধ্যে ‘হু ওয়াজ হি?’ অন্যতম একটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584