নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের চটহাটের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মুড়িখাওয়ায় ভারত- বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল।

মৃত ব্যক্তির নাম মহম্মদ জমিরুল (৩২)। সে মুড়িখাওয়া এলাকারই বাসিন্দা।জানা গিয়েছে যে ওই ব্যক্তি বুধবার থেকে নিখোঁজ ছিল।

এরপর এদিন ওই ব্যক্তির মৃতদেহ দুই দেশের সীমান্তের কাঁটাতারের মাঝামাঝি এলাকায় দেখতে পাওয়া যায়। এরপর এই খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিস ও বিএসএফ জওয়ানরা মৃতদেহটি উদ্ধার করে।

পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। জানা গিয়েছে যে ওই ব্যক্তির পায়ে ও কোমরে গুলির চিহ্ন রয়েছে। তবে কিভাবে ওই ব্যক্তির গুলি লাগলো তা এখনও জানা যায়নি।
আরও পড়ুনঃ অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ফরাক্কায়
স্থানীয়রা জানিয়েছেন যে ওই এলাকাটি গরু পাচারের করিডর হিসাবে ব্যবহৃত করেন গরু পাচারকারী। এবং এর আগেও এই রকম ঘটনা ঘটেছিল।স্থানীয়রা তাই প্রশাসনের কাছে আবেদন করেন যে ঘটনাটি কিভাবে ঘটল তার সঠিক তদন্ত করা হোক। অপরদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584