শালবনীর কোবরা ক্যাম্পে গুলি, নিহত ২ জওয়ান

0
137

নিজস্ব সংবাদদাতা ,পশ্চিম মেদিনীপুরঃ

সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার কমলা এলাকায় থাকা ২০৭ কোবরা ক্যাম্পে চলল গুলি,এই গুলিতে নিহত হয়েছেন ২ জওয়ান।জানা গিয়েছে নিহত পুরুষ জওয়ানের নাম রাজীব কুমার যাদব,যার বয়স আনুমানিক ৩৮,বাড়ি উত্তরপ্রদেশে ৷

died jawan | newsfront.co
নিহত জওয়ান

অপর মৃত মহিলা জওয়ানের নাম রাবড়ী সেজালবেন , বয়স আনুমানিক ৩৫ বছর ৷ বাড়ি গুজরাটের গান্ধী নগরে।এই ঘটনায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে ২০৭ কোবরা ক্যাম্পের মধ্যে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, অন্যদিকে মুখে কার্যত কুলুপ এঁটেছে জওয়ানরা ৷

died man | newsfront.co
নিজস্ব চিত্র

দুই জনের মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়েছে। ওই মহিলা কোবরা জওয়ান রবিবার রাতে ডিউটি করে ছিল বলে জানা যায়।তবে সি আর এফ এর ২০৭ কোবরা ক্যাম্পের পক্ষে জানানো হয় ওই দুই জওয়ান তাদের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছে।

আরও পড়ুনঃ ডোমকলে পথ দুর্ঘটনায় মৃত ৪

কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে কোবরা ক্যাম্পে কি করে এমন ঘটনা ঘটতে পারে।তবে ওই মহিলা জওয়ান এর সাথে মৃত পুরুষ জওয়ান এর ভালো সম্পর্ক ছিল বলে বিশেষ সূত্রে জানা যায়। মৃত দুই জওয়ান এর বাড়িতে খবর পাঠানো হয়েছে।বিধানসভা নির্বাচনের মুখে কোবরা ক্যাম্পে গুলিতে দুই জওয়ানের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here