নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
জলঙ্গীতে সিএএ বিরোধী আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় বচসা শুরু হল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে। পার্থ বলেন, অসাধু ব্যক্তিদের হাত রয়েছে এর পিছনে। পালটা দিলীপ ঘোষের দাবি, তৃণমূলের দলীয় শৃঙ্খলার কী পরিস্থিতি তা বোঝা যাচ্ছে। এই বিষয় নিয়ে মন্তব্য করতে পিছু হটেননি কংগ্রেস নেতা অধীর চৌধুরীও।
পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, সিএএ বিরোধী আন্দোলন তারাই এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাহলে তাদের মধ্যে থেকে কেউ বা কারা কেনই বা সিএএ বিরোধীদের প্রতি গুলি চালাবে। এর উত্তরে দিলীপ ঘোষ তাঁর পরিচিত ঠোঁটকাটা ভাষায় বলেন, তৃণমূল দলের বিশৃঙ্খলতা এমন জায়গায় এসে পৌঁছেছে যে খোলা মাঠে প্রকাশ্যে গুলি চালাচ্ছে তারা। দুষ্কৃতীতে ভরে গেছে দলটা। সরকারের বিরুদ্ধে কিছু বললে হয় তুলে নিয়ে যাবে না হয় গুলি চালাবে।
ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরীও। তিনি বলেন, গুলি-বন্দুক দিয়ে এলাকার দখল রাখার চেষ্টা চালাচ্ছে তৃণমূল। কিন্তু মানুষ বেশিদিন এই অত্যাচার সহ্য করবে না।
বুধবার সকালে মুর্শিদাবাদ জেলার জলঙ্গীর সাহেবনগরে সিএএ-র বিরোধিতায় পথ অবরোধ করছিলেন স্থানীয় একটি সংগঠনের সদস্যরা। তাদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি তহিরুদ্দিন মণ্ডলের বিরুদ্ধে। গুলি চালনায় অভিযুক্ত স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধানও। গুলিতে ২ জনের মৃত্যু হয়েছে। আহত ৩।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584