অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করায় চার ম্যাচের জন্য নির্বাসনে ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার। ডাগ আউটের বাইরে গ্যালারিতে থেকেও বিতর্কে জড়ালেন লাল হলুদের এই হেড কোচ। ফের ভারতীয় ফুটবল ফেডারেশনের কোপের মুখে এই ব্রিটিশ কোচ।
আসলে গত হায়দ্রাবাদ এফসি ম্যাচে রবি ফাউলার তিলক ময়দানের স্ট্যান্ডে ছিলেন এবং নিজের দলের খেলা দেখছিলেন। সেই ম্যাচে একাধিক বার দেখা গিয়েছে, রেফারির পেনাল্টি না দেওয়া থেকে একাধিক সিদ্ধান্তে হতাশা প্রকাশ করছেন তিনি স্ট্যান্ড থেকে। তার বিরুদ্ধে অভিযোগ ম্যাচ শেষে হায়দ্রাবাদ এফসির খেলোয়াড়দের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেছেন প্রাক্তন লিভারপুল তারকা।
আরও পড়ুনঃ অশ্বিনের শতরানে দ্বিতীয় টেস্ট জয়ের পথে ভারত
আর সেই ম্যাচের কমিশনার আবারও কড়া রিপোর্ট দিয়েছে ফেডারেশনকে। ফলে ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি ফের ডাকছে ইস্টবেঙ্গল হেড স্যারকে। এছাড়াও শোকজের নোটিস দেওয়া হয়েছে ফাউলারকে। এখন দেখার কি ব্যবস্থা নেয় ফেডারেশন! যদিও সিমেন্টস কর্তাদের বক্তব্য গ্যালারি থেকে যে যা ইচ্ছে বলতে পারে। দর্শকরা তো কত কি বলে তাঁদের উপর কি ব্যবস্থা নেওয়া হয়! এটা ইচ্ছাকৃত করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584