এইডস আক্রান্ত রোগীর সাথে দুর্ব্যবহার,শোকজ সুপার

0
54

নিজস্ব সংবাদদাতা,রায়গঞ্জঃ

এইচ আই ভি আক্রান্ত রোগীকে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি না নিয়ে ফিরিয়ে দেওয়া,রোগীকে দুর্ব্যবহার এবং গালাগালি করার অভিযোগে হাসপাতাল সুপারকে শোকজ করল উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্যদপ্তর।অভিযুক্ত চিকিৎসককে চিহ্নত করে রিপোর্ট দেবার নির্দেশ দিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।রিপোর্ট হাতে পেলেই অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেবার জন্য রাজ্য স্বাস্থ্যদপ্তরের কাছে সুপারিশ করবেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক।রায়গঞ্জের চিকিৎসক জয়ন্ত ভট্টাচার্য জানিয়েছেন,হাসপাতালের চিকিৎসক নিজের দায়িত্ব পালনে ব্যার্থ হয়েছে।কোন শাস্তি নয়,অভিযুক্ত চিকিৎসকের ক্ষমা চাওয়া উচিত।সমাজিক সমস্যাকে বহন করছেন অভিযুক্ত চিকিৎসক।এইচ আই ভি রোগীকে ফিরিয়ে দিয়ে ঠিক কাজ করেছেন কি না সেটা ভেবে দেখা উচিত অভিযুক্ত চিকিৎসকের।গতকাল রায়গঞ্জ শক্তিনগরের বাসিন্দা এক মহিলা এইচ আই ভি আক্রান্ত হয়ে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক সেই মহিলাকে চিকিৎসা না করে ফিরিয়ে দেন এবং তাকে গালাগালি দেয়।এই ঘটনা জানাজানি হতেই রোগীর আত্মীয়রা ক্ষোভে ফেটে পরেন।রোগীর আত্মীয়দের চাপে তাকে হাসপাতালে ভর্তি নিতে বাধ্য হন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here