মুখ্যমন্ত্রীর সাহায্যেই আইএসএলের পথে ইস্টবেঙ্গল

0
108

অঞ্জন চ্যাটার্জি, স্পোর্টস ডেস্কঃ

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে ইনভেস্টর পেয়ে গেলো ইস্টবেঙ্গল। এরফলে প্রয়োজনীয় শর্তাবলী পূরণের প্রক্রিয়া শেষ হলেই আইএসএলে নামবে ইস্টবেঙ্গল। ইনভেস্টর হিসেবে চূড়ান্ত হল শ্রী সিমেন্ট। বুধবার বিকেলে রাজ্যের প্রশাসনিক কার্যালয় নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় গোটা বিষয়ে সিলমোহর দিতেই সমর্থকদের উচ্ছাসের জোয়ার।

Eastbengal | newsfront.co
ফাইল চিত্র

মুখ্যমন্ত্রী জানান, ‘আর কোনো চিন্তা নেই, মোহনবাগানের পর ওরাও আইএসএল খেলবে। এর থেকে ভালো খবর হতে পারে না মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডানের মতো শতাব্দী প্রাচীন ক্লাবগুলো আমাদের গৌরব। এরা বাংলার ফুটবলকে বাঁচিয়ে রেখেছে।’

Mamata Banerjee | newsfront.co
ফাইল চিত্র

ইস্টবেঙ্গলের সচিব কল্যাণ মজুমদার, শীর্ষকর্তা দেবব্রত সরকার, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস-সহ ইনভেস্টর সংস্থার একাধিক প্রতিনিধিকে নিয়ে এদিন বিকেল ৪টে নাগাদ নবান্নে সাংবাদিক সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। গোটা চুক্তি প্রক্রিয়াটি বাংলা ফুটবলের একজন অভিভাবক হিসেবে দেখা শোনা করলেন মুখ্যমন্ত্রী।

Press letter | newsfront.co
প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুনঃ বিরাটের দলে বাংলার শাহবাজের জারসি ২১

এছাড়া তিনি ইস্টবেঙ্গলের ইনভেস্টরকে বাংলাতে ইনভেস্ট করার আর্জিও জানান। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে খোলা চিঠি দেন ক্লাব সচিব কল্যাণ মজুমদার। ইস্টবেঙ্গল শীর্ষকর্তা গত সাত মাসের কষ্টার্জিত জয় পেয়ে বলেন, ‘গত সাত মাস আমাদের জন্য অনেক কষ্টের গেছে। যখন মোহনবাগান স্পনসর পেয়ে গেল তখন মুখ্যমন্ত্রী আমাকে ফোন করে বললেন ওদের তো হল তোমরা কি করবে। আমি তখনও সংশয়ে ছিলাম, বললো এগিয়ে যাও আমি আছি। প্রত্যেক পদে পদে আমাদের সাহায্য করেছে। ধন্যবাদ দিয়ে উনাকে ছোটো করবো না।’

সূত্রের খবর এফএসডি মুখ্যমন্ত্রীর অনুরোধে ইস্টবেঙ্গলের জন্য অপেক্ষা করে আছে। এখন শুধু বিড পেপার তুলে জমা দেওয়ার অপেক্ষা। তারপরেই ভারতবর্ষের এক নম্বর লিগে নামবে শতবর্ষর ক্লাব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here