ইনভেস্টর পেল ইস্টবেঙ্গল, মমতার ছায়ায় আইএসএল খেলার রাস্তা মসৃন

0
66

অঞ্জন চ্যাটার্জি, স্পোর্টস ডেস্কঃ

বড় ম্যাচ জয়। অপেক্ষার অবসান। গত ছয় মাস পর স্বস্তি পেতে চলেছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। কর্তারা হাসি ফোটালেন সমর্থকদের মুখে। স্পনসর অবশেষে আনতে সফল হল তারা।

Mamata Banerjee | newsfront.co

সূত্রের খবর, হরি মোহন বাঙ্গুরের সংস্থা শ্রী সিমেন্টকে ইনভেস্টর হিসেবে পেতে চলেছে শতাব্দীপ্রাচীন ক্লাব। আর তার ফলেই আইএসএলে খেলার দরজাও খুলে যেতে পারে।

Board meeting | newsfront.co

বিনিয়োগকারী সংস্থা কোয়েস চলে যাওয়ার পর থেকেই ইনভেস্টরের খোঁজে ছিল। একাধিক কোম্পানির সঙ্গে কথাবার্তাও চালাচ্ছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। কিন্তু সেই সব কোম্পানির সঙ্গে কথাবার্তা এগলেও শেষ পর্যন্ত আর চুক্তি হয়নি। অবশেষে শ্রী সিমেন্টকেই ইনভেস্টর হিসেবে পাচ্ছে লাল-হলুদ শিবির।

SHREE cement | newsfront.co

সূত্রের খবর, ইস্টবেঙ্গলের লোগো মশাল, জার্সির লাল-হলুদ রং একই থাকবে। সে সবে কোনও পরিবর্তন হবে না। সমর্থকদের আবেগের কথা মাথায় রেখেই এই পরিবর্তন গুলো আর আনা হবে না। যদিও লাল-হলুদ কর্তারা এবিষয়ে মুখ খোলেননি।

আরও পড়ুনঃ মেসির পাশে ভিদাল

ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকারকে জিজ্ঞাসা করা হলে বলেন,’এতদিন অপেক্ষা করলেন আর কয়েকদিন করুন না। সই হলেই জানাবো সব।‘ শোনা যাচ্ছে শেষ ওভারে এসে ম্যাচ নিজেদের দিকে আনার ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বড় ভূমিকা নেন।

এফএসডিএল এবছর স্পনসর জোগাড় হলেও ইস্টবেঙ্গলকে নিতে চাইছিল না। তখন মুখ্যমন্ত্রী রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির সঙ্গে কথা বলে ইস্টবেঙ্গল ক্লাবের এই বছরই আইএসএলে নামানোর রাস্তা মসৃন করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here