চিনির দানার ওপর জাতীয় পতাকা, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে শ্রেয়সী

0
118

নিজস্ব সংবাদদাতাআলিপুরদুয়ারঃ

চিনির দানার উপর ভারতের জাতীয় পতাকা এঁকে “ইন্ডিয়া বুক অফ রেকর্ডস”-এ নাম তুললেন আলিপুরদুয়ারের মেয়ে শ্রেয়সী ধর। এটি ভারতে আকা ক্ষুদ্রতম জাতীয় পতাকা বলে স্বীকৃতি দিয়েছে ইন্ডিয়া বুক অব রেকর্ডস কতৃপক্ষ।

জানা গেছে, চিনির দানার ওপর সূচ ও ফেব্রিক রঙ দিয়ে ভারতের জাতীয় পতাকা ফুটিয়ে তুলেছেন আলিপুরদুয়ারের মেয়ে শ্রেয়সী। তার এই কীর্তির জন্য ইতিমধ্যেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পক্ষ থেকে তাঁকে স্বীকৃতি প্রদান করা হয়েছে।

shreyashi dhar | newsfront.co
নিজস্ব চিত্র

গত ১৪ এপ্রিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আবেদন পাঠান শ্রেয়সী। তারপর ১৬ এপ্রিল তার শিল্প কর্মের ভিডিও সহ বিভিন্ন তথ্য চেয়ে পাঠান ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের কর্তারা। ২৪ তারিখ তাকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের পক্ষ থেকে ক্ষুদ্রতম জাতীয় পতাকার স্বীকৃতি দানের বিষয়টি জানানো হয়। স্বীকৃতির কথা জানতে পেরে উচ্ছসিত হয়ে ওঠেন শ্রেয়সী ও তার মা। সোমবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডের পক্ষ থেকে পাঠানো মেডেল, শংসাপত্র সহ বেশ কিছু জিনিস ডাক মারফত শ্রেয়সীর বাড়ির ঠিকানায় এসে পৌঁছায়।

এবিষয়ে শ্রেয়সী বলেন, ‘আমার শিল্প ইন্ডিয়া বুক অফ রেকর্ডে স্থান পেয়েছে। এর জন্য সত্যিই খুব খুশি। ভবিষ্যতে আরো ভালো কিছু করার উৎসাহ পেলাম।’

আরও পড়ুনঃ অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্য রাখতে আমন্ত্রণ মমতাকে

আলিপুরদুয়ারের শহর সংলগ্ন ২ নং আসাম গেট এলাকার এক কামরার ঘরে বিধবা মাকে নিয়ে অতি কষ্টেই দিনযাপন করেন শ্রেয়সী । মা উৎপলা ধর একজন অঙ্গনওয়ারী কর্মী । কষ্টের মধ্যে থাকলেও ছোটবেলা থেকেই আঁকার প্রতি বিশেষ ঝোঁক ছিল শ্রেয়সীর। কিন্তু তাই বলে তার আকা জাতীয় পতাকা ইন্ডিয়া বুক অব রেকর্ডসে জায়গা পাবে তা স্বপ্নেও ভাবতে পারেনি আলিপুরদুয়ার কলেজের দ্বিতীয় বর্ষের এই ছাত্রী। শ্রেয়সী আলিপুরদুয়ার কলেজে দ্বিতীয় বর্ষের ইতিহাসের ছাত্রী।

আরও পড়ুনঃ গঙ্গার নিচে রেলপথ বসাতে অস্ট্রিয়া থেকে ইস্পাতের রেল আনল মেট্রো

কলকাতায় বসবাসকারী তার এক বন্ধুর কাছেই সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের ব্যাপারে শোনেন। এর পর থেকেই নতুন কিছু করার লক্ষ্যে বিভিন্ন শিল্প নিয়ে ভাবা শুরু করেন। শ্রেয়সী জানান, নতুন কিছু করার সেই চিন্তা ভাবনা নিয়েই একদিন সূচ দিয়ে ফেব্রিক রঙের মাধ্যমে একটি চিনির দানার ওপর একে ফেলেন ভারতের জাতীয় পতাকা। তারপর তার এই শিল্পকে তুলে ধরতে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের সাথে যোগাযোগ করেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here