রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদে হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী গোপাল মুখোপাধ্যায়

0
69

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

ব্যক্তিগত কারণে মঙ্গলবার হঠাৎ পদত্যাগ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। এদিনই রাজভবনে নিজের পদত্যাগপত্র পাঠান তিনি। পাশাপাশি পদত্যাগ পত্রের প্রতিলিপি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্যসচিব ও আইনমন্ত্রীকেও। রাজ্যপাল টুইট করে জানান যে, অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের পদত্যাগ পত্র তিনি গ্রহণ করেছেন।

highcourt
নিজস্ব চিত্র

এরপরেই আরেকটি টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। টুইটে তিনি লেখেন ভারতীয় সংবিধানের ১৬৫(১) ধারা অনুযায়ী, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে কলকাতা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী গোপাল মুখোপাধ্য়ায়কে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদে নিয়োগ করলেন তিনি।

উল্লেখ্য, সৌমেন্দ্রনাথ মুখোপাধ্য়ায় আইনজীবী মহলে গোপাল মুখোপাধ্যায় নামেই অধিক পরিচিত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here