নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
ব্যক্তিগত কারণে মঙ্গলবার হঠাৎ পদত্যাগ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। এদিনই রাজভবনে নিজের পদত্যাগপত্র পাঠান তিনি। পাশাপাশি পদত্যাগ পত্রের প্রতিলিপি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্যসচিব ও আইনমন্ত্রীকেও। রাজ্যপাল টুইট করে জানান যে, অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের পদত্যাগ পত্র তিনি গ্রহণ করেছেন।
এরপরেই আরেকটি টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। টুইটে তিনি লেখেন ভারতীয় সংবিধানের ১৬৫(১) ধারা অনুযায়ী, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে কলকাতা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী গোপাল মুখোপাধ্য়ায়কে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদে নিয়োগ করলেন তিনি।
In terms of Article 165 (1) of the Constitution of India Governor West Bengal Shri Jagdeep Dhankhar has appointed Shri Gopal Mukherjee, Senior Advocate of High Court at Calcutta, as Advocate General of the State and will hold office “during the pleasure of the Governor.”
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) September 14, 2021
উল্লেখ্য, সৌমেন্দ্রনাথ মুখোপাধ্য়ায় আইনজীবী মহলে গোপাল মুখোপাধ্যায় নামেই অধিক পরিচিত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584