জন্মদিনে সামনে এল শ্রুতির প্রেমগাঁথা

0
1809

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

রিল লাইফের প্রথম নায়ক গৌরব রায় চৌধুরী। কিন্তু রিয়েল লাইফে কে হতে চলেছেন নয়ন শ্রুতির সাতজন্মের সঙ্গী? আজ নিজের জন্মদিনেই সেই নাম জানালেন অভিনেত্রী স্বয়ং। টেলিপাড়ায় কান পাতলেই শোনা যেত শ্রুতি এবং স্বর্ণেন্দুর চুপি চুপি প্রেমের ফিসফিস শব্দ।

Sruti Das | newsfront.co

কিন্তু নিজেদের প্রেমের কথা সেভাবে প্রকাশ্যে বলেননি কখনও কেউই। তবে, সোশ্যাল মিডিয়ায় যারা সচল এবং যারা শ্রুতিকে অনুসরণ করে তারা অনেক আগেই আন্দাজ করেছিল দুজনের সুপ্ত রসায়ণ। সেই দুজন শ্রুতি দাস এবং স্বর্ণেন্দু সমাদ্দার।

Shruti with her bf | newsfront.co

শ্রুতি দাসকে বাঙালি চিনেছে ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের দৌলতে। আর স্বর্ণেন্দু হলেন পরিচালক। বহু বাংলা ধারাবাহিক তাঁর হাতে তৈরি। ‘ত্রিনয়নী’ তেমনই একটি।

আরও পড়ুনঃ  লেখাপড়ার সঙ্গে অভিনয়ের বিরোধ নেইঃ ঊষসী

Shruti's birthday | newsfront.co
স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে শ্রুতি দাস

স্বর্ণেন্দুর সঙ্গে প্রেমের বন্ধনে আবদ্ধ হওয়ারও আজ একটি বছর হল পার। তাই আজই সকলকে প্রকাশ্যে বলে দিলেন নিজের হবু জীবনসাথীর নাম।

শ্রুতির জন্য রইল জন্মদিনের শুভেচ্ছা এবং প্রেমিক যুগলের জন্য রইল আগামীর শুভকামনা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here