নিজস্ব সংবাদদাতা, কলকাতা:
নাটকীয় ভাবে মুকুল রায়ের প্রস্তাবেই বিধানসভায় বিজেপির বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু না মুকুল-বিরোধী দলনেতা কে হবেন এই নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। একদিকে মমতাকে হারিয়ে যায় ‘জায়ান্ট কিলার’ শুভেন্দু, অন্যদিকে পোড়খাওয়া রাজনীতিবিদ অভিজ্ঞ মুকুল রায়। এই প্রশ্নের উত্তর খুঁজতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় বিজেপির সর্বভারতীয় নেতৃত্বকেও। পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ও দলের অন্যতম সর্বভারতীয় সম্পাদক ভূপেন্দ্র যাদবকে। জানা গেছে সোমবার পরিষদীয় দলের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয় নবনির্বাচিত ৭৭ জন বিধায়ককে। সেখানে নাম প্রস্তাব করতে বলা হলে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা কৃষ্ণনগরের নবনির্বাচিত বিধায়ক মুকুল রায় শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করেন। সেই প্রস্তাবকে সমর্থন করেন ২২ জন বিধায়ক। আর অন্য কোনো নাম প্রস্তাব না হওয়ায় রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নামে সীলমোহর পড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584