ওয়েবডেস্কঃ-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক তৈরির দায়িত্ব পেলেন পরিচালক শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর বায়োপিক এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর এক তথ্যচিত্র নির্মাণের জন্য ২০১৭ সালে ভারত-বাংলাদেশ এক চুক্তি হয়। সেই চুক্তিরই বাস্তবায়ন হতে চলেছে।
আগে খসড়া তৈরি করা হবে। তারপর সেই খসড়া বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের দেখিয়ে নিয়ে ছবির কাজ শুরু হবে। বঙ্গবন্ধুর বায়োপিক তৈরির জন্য প্রথমে পরিচালক শ্যাম বেনেগাল, গৌতম ঘোষ এবং কৌশিক গাঙ্গুলীর নাম যৌথ ভাবে প্রস্তাব করা হলেও পরে পদ্মশ্রী, পদ্মভূষণ ও দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়া শ্যাম বেনেগালকেই এককভাবে দায়িত্ব দেওয়া হয়।
আশা করা হচ্ছে ২০২১ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আগেই বায়োপিক তৈরির কাজ শেষ হবে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584