বদলে যাওয়া নতুন নামের ফলক বসল বন্দরে

0
99

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

কলকাতা বন্দর কর্তৃপক্ষের এখন নতুন নাম হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। এই নামেই এবার হাওড়া ব্রিজের নামের নীচে নতুন ফলক বসানো হল। জানুয়ারি মাসে কলকাতায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বন্দরের নতুন নামের ঘোষণা করেন।

Port | newsfront.co
ফাইল চিত্র

গত মাসের কেন্দ্রীয় মন্ত্রীসভা ওই প্রস্তাবে অনুমোদন দেওয়ার পর জাহাজ মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে। হাওড়া ব্রিজ অর্থাৎ রবীন্দ্র সেতু রক্ষণাবেক্ষণ করে বন্দর কর্তৃপক্ষ। সেতুতে একটি ফলকে রবীন্দ্র সেতু নামের নীচে লেখা ছিল, এটির রক্ষণাবেক্ষণ করে কলকাতা পোর্ট ট্রাস্ট।

আরও পড়ুনঃ ৬টি শহর থেকে ৩১ জুলাই পর্যন্ত কলকাতায় কোনও বিমান না পাঠাতে অনুরোধ মুখ্যসচিবের

শুক্রবার এই ফলকটিই পাল্টে নতুন নামের ফলক বসানো হয়েছে। নতুন নামের ফলকে লেখা হয়েছে, রবীন্দ্র সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। তবে এখনও পর্যন্ত বন্দর কর্তৃপক্ষের কলকাতার সদর দফতর সহ বিভিন্ন জায়গায় নামের নতুন বোর্ড বসেনি। নাম পরিবর্তনের প্রক্রিয়া কার্যত হাওড়া ব্রিজ দিয়েই শুরু হল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here