শ্যামল আদকের পদত্যাগ পত্র গ্রহণ

0
108

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

tmc party office | newsfront.co
নিজস্ব চিত্র

পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তথ্যমন্ত্রী ডক্টর সৌমেন মহাপাত্র হলদিয়া পুরসভা পরিদর্শনে আসেন। হলদিয়া পুরসভার নির্বাচিত চেয়ারম্যান শ্যামল আদক গত ১৫ ই জানুয়ারি পদত্যাগ করেছেন। শ্যামল আদকের পদত্যাগের পর থেকে হলদিয়া পুরসভার চেয়ারম্যান নিযুক্ত হয়নি এখনো। এমনকি তার পদত্যাগপত্রটি এখনো সরকারিভাবে গ্রহণ করা হয়নি।

tmc leader | newsfront.co
নিজস্ব চিত্র

মঙ্গলবার মন্ত্রী ডক্টর সৌমেন মহাপাত্রের উপস্থিতিতে সমস্ত কাউন্সিলারের সাক্ষাতে শ্যামল আদকের পদত্যাগপত্র গ্রহণ করা হয়। হলদিয়া পুরসভার চেয়ারম্যান না থাকায় বেশ কিছু কাজ আটকে রয়েছে বলে দাবি এলাকাবাসীর। নতুন হলদিয়া পুরসভার চেয়ারম্যান কে হবেন? সেই বিষয়ক কোন দিশা দিলেন না ডক্টর সৌমেন মহাপাত্র। হলদিয়া পুরসভার কক্ষে সমস্ত কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন।

আরও পড়ুনঃ ভোটের আগে অভিনব কর্মসূচি মাথাভাঙ্গার মহিলা তৃণমূল নেতৃত্বের

আগামী ৫ ফেব্রুয়ারি হলদিয়া পুরসভার চেয়ারম্যান নির্বাচিত হবেন। সেদিনই নতুন চেয়ারম্যান শপথ গ্রহণ করবেন বলে জানাযায়। এইদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন,”আজকে অফিশিয়ালি ভাবে সেই পদত্যাগপত্র গ্রহণ করা হল, পাশাপাশি আগামী দিনে কে চেয়ারম্যান পদে থাকবে তা নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবে।

পাশাপাশি এখন যিনি ভাইস চেয়ারম্যান পদে রয়েছে তিনি আপাতত চেয়ারম্যানের পদ সামলাবেন। সমস্ত কাউন্সিলরদের নিয়ে এদিন বৈঠক করা হয় যে আগামী দিনে তাদের মধ্যেই যে কাউকে সামলাতে হবে চেয়ারম্যানের পদ টি।” শিল্প শহরকে যতটা গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয় নিয়ে কথা হয় এদিন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here