নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
হাথরাস গণধর্ষণ ও খুনের ঘটনার খবর করতে গিয়ে গ্রেপ্তার হওয়া সাংবাদিক সিদ্দিক কাপ্পানের স্ত্রী রিহান্থ দেশের প্রধান বিচারপতি এম ভি রামান্নার কাছে আবেদন করেছেন যাতে তাঁর স্বামীকে মথুরা জেলে পাঠানোর নির্দেশ দেয় আদালত। পাশাপাশি তাঁর অভিযোগ হাসপাতালে নির্মম ও পাশবিক অত্যাচার করা হচ্ছে সাংবাদিকদের ওপর।
শৌচাগারে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন সিদ্দিক কাপ্পান, এরপর করোনা আক্রান্ত হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর স্ত্রী রিহান্থের অভিযোগ হাসপাতালে বর্বরোচিত অত্যাচার করা হচ্ছে সাংবাদিকের ওপর। হাসপাতালের শয্যার সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে তাঁকে, দেওয়া হচ্ছে না প্রয়োজন মতন খাদ্য ও পানীয়।এমনকি শৌচালয়ে পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে না এমনটাই অভিযোগ জানিয়েছেন সাংবাদিক সিদ্দিক কাপ্পানের স্ত্রী রিহান্থ।
আরও পড়ুনঃ দেশজুড়ে ৫৫১টি অক্সিজেন প্লান্ট তৈরির সিদ্ধান্ত মোদীর, তৈরি হবে পিএম কেয়ার্সের টাকায়
গত বছর অক্টোবর মাসে হাথরাস গণধর্ষণ কাণ্ডের খবর করতে যাওয়ায় কেরলের ‘আঝিমুখম’ পোর্টালের সাংবাদিক সিদ্দিক কাপ্পান ও তাঁর ৩ সহকর্মীকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিশ। ইউএপিএ ধারায় গ্রেপ্তার করা হয় তাঁদের ,একই সঙ্গে দেশদ্রোহিতার মামলাও করা হয় তাঁদের ওপর। গত বছরের অক্টোবর মাস থেকেই মথুরা জেলে বন্দী রয়েছেন তাঁরা। সম্প্রতি জেলের শৌচাগারে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান কাপ্পান।
এরপরে করোনায় আক্রান্ত হন তিনি। তাঁকে মথুরার কৃষ্ণমোহন মেডিকেল কলেজে ভর্তি করা হয়। কাপ্পানের স্ত্রী রিহান্থ অভিযোগ করেছেন, হাসপাতালেই পাশবিক অত্যাচার করা হচ্ছে সিদ্দিক কাপ্পানকে ওপর। তাই জামিনের আবেদন মঞ্জুর না হওয়া পর্যন্ত সিদ্দিককে হাসপাতাল থেকে জেলে পাঠানোর আবেদন নিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন রিহান্থ।
আরও পড়ুনঃ জেলবন্দি প্রাক্তন ছাত্র নেতা উমর খালিদ করোনায় আক্রান্ত
সাংবাদিক সিদ্দিক কাপ্পানের আইনজীবী উইলস ম্যাথিউ সুপ্রিম কোর্টে যে আবেদনপত্রটি জমা করেছেন তাতে বলা হয়েছে,” পাশবিক আচরণ করা হচ্ছে সিদ্দিক কাপ্পানের সঙ্গে। হাসপাতালের শয্যার সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে তাঁকে। ঠিকমতো খেতেও দেওয়া হয় না। গত ৪ দিনে একবারও শৌচাগার ব্যবহার করতে দেওয়া হয়নি তাঁকে। ওঁর অবস্থা আশঙ্কাজনক। এখনই আদালত হস্তক্ষেপ না করলে, অকালে ওঁর মৃত্যু হতে বাধ্য।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584