নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
করোনা মোকাবিলায় এবার সাত দিনের দীর্ঘ লকডাউন জারি করল সিকিম সরকার। শুক্রবার সিকিম সরকারের তরফে জানানো হয় যে, আগামী ১৭ মে থেকে ২৪মে পর্যন্ত জারি থাকবে এই বিধিনিষেধ। করোনা সংক্রমনের বৃদ্ধির ওপর বিচার করেই এই সিদ্ধান্ত।
সিকিম স্বরাষ্ট্র দফতরের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, সেই রাজ্যে ১৭ই মে ভোর ৫ টা থেকে ২৪মে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে সম্পূর্ন লকডাউন। নির্দেশিকা অনুযায়ী, বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারী অফিস, রেশন দোকান, বেসরকারী বাণিজ্যিক প্রতিষ্ঠান, জিমনেসিয়াম, বাজার হাট, কারখানা।
#IndiaFightsCOVID19#Sikkim Govt vide Order No 19/Home/2021 dated 14/5/2021 declares complete lockdown in the State starting from 17th May to 24th May 2021 in order to control surge in Covid cases in the State. #Unite2FightCorona #StaySafe #StayHome@PMOIndia @MIB_India pic.twitter.com/G9DeIWWqR3
— PIB in Sikkim (@PIBGangtok) May 14, 2021
শুধুমাত্র চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলি খোলা থাকবে। আর যারা অত্যাবশকীয় পণ্য পরিষেবার সাথে যুক্ত তাদের ছাড় দেওয়া হয়েছে, তবে সেক্ষেত্রে বৈধ নথি দেখাতে হবে। এছাড়া, বিমান চলাচলে আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট বাধ্যতমূলক করা হয়েছে।
আরও পড়ুনঃ যোগী রাজ্যে ১৪ জন চিকিৎসকের গণ ইস্তফা ঘিরে বিতর্ক
আরও বলা হয়েছে যে, এই পরিস্থিতিতে মানুষের গতিবিধির ওপর আরো কঠোর বিধিনিষেধ আরোপ করা প্রয়োজন।উল্লেখ্য, সিকিমের করোনা সংক্রমনের হার গত কয়েক সপ্তাহে ২০ শতাংশেরও বেশি বেড়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584