শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ
নাটকের শহর বলতে রাজ্যের মানুষ বালুরঘাটকেই চেনে। আর এই বালুরঘাট শহর যেমন জন্ম দেয় নতুন নতুন নাটকের তেমনি জন্ম হয় নিত্য নতুন নাট্য সংস্থা ও নাট্যাভিনেতাদের।
গতকাল রবিবার রাতে তেমনি এক নতুন জন্ম নেওয়া বালুরঘাটের নাট্য সংস্থা ‘ডিউড্রপ ড্রামাটিক সোসাইটি’ তার প্রথম প্রযোজনা দর্শকদের সামনে উপস্থাপিত করল।
নাটকটির মঞ্চায়ন হয় বালুরঘাট নাট্যতীর্থ মঞ্চে। প্রতিভা কানুর রচনা ও নির্দেশনায় হেলেন কেলারের আত্ম জীবনী ‘দি স্টোরি অফ মাই লাইফ’ অবলম্বনে ‘সাইলেন্ট ভিশন’ নাটকটি পরিবেশিত হয়।
আরও পড়ুনঃ ফুটবল প্রতিযোগিতা ঘিরে উন্মাদনা ফালাকাটায়
নাটকটিতে মনস্বিনী কুন্ডু, মৌসুমী দেব চৌধুরী, মানাই চক্রবর্তী, রজত কর্মকার, প্রতিভা কানু, জগন্নাথ দত্ত, জয়া পাল ও সোফিয়ারা হোসেন অভিনয় করেন।
ছোট্ট হেলেন কেলারের ভুমিকায় মনস্বিনী কুন্ডু তার অনবদ্য ছাপ রেখে যায়। জগন্নাথ দত্ত সুত্রধারের ভুমিকাতে তার নাট্যদক্ষতা আবারও সফল ভাবে দর্শকদের সামনে তুলে ধরেছেন। এখানে বলে রাখা ভাল জগন্নাথ দত্তই এখানে একমাত্র অভিনেতা যার অনেক সফল নাটকে অভিনয় করার অভিজ্ঞতা আছে। নাটকটিতে মৌসুমী দেব চৌধুরী তার অল্প পরিসর অভিনয়ের মধ্যে বড় হেলেনের ভুমিকায় ভাল করেছেন।
প্রতিভা কানু শুধু নির্দেশনা ছাড়াও হেলেন কেলারের শিক্ষিকার ভূমিকাতেও তার অভিনয় দক্ষতা দেখিয়েছেন। এছাড়াও অন্যান্যরাও ভাল চেষ্টা করেছেন। প্রথম প্রযোজক ও অভিজ্ঞতার অভাব থাকায় কিছু কিছু সমস্যা নাটক জুড়ে থাকলেও আগামী দিনে “ডিউড্রপ ড্রামাটিক সোসাইটি ” বালুরঘাটের নাট্যমঞ্চে নিজের ছাপ ফেলতে চলেছে বলে মনে করছে দর্শকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584