তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অনুষ্ঠিত অল বেঙ্গল নেচার পিওর নৈশ টি-২০ ক্রিকেটের ফাইনালে কলকাতা এ এন্ড এস সি সি কে হারিয়ে চ্যাম্পিয়ন হলো শিলিগুড়ি অগ্রগামী।বুধবার রাতে রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে প্রতিরোধ ক্লাবের পরিচালনায় ও উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জগদীশ সরকার ও অরুন সরকার ট্রফি অল বেঙ্গল নেচার পিওর নৈশ টি-২০ ক্রিকেটের ফাইনাল খেলার চ্যাম্পিয়ন হয় শিলিগুড়ি অগ্রগামী ক্লাব।
প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা এ এন্ড এস সি সি ১৮ ওভার ৩ বলে ১০উইকেটে ১৫২ রান করে।নাসিক সিদ্দিকি ১২ বলে ৪৯ রান করে।জবাবে শিলিগুড়ি অগ্রগামী ১৯ ওভারে ৪ বলে ১৫৫ রান তুলে ৪ উইকেটে কলকাতা এ এন্ড এস সি সি কে পরাজিত করে।শিলিগুড়ি অগ্রগামী দলের মিথিলেশ দাস ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হয়।
আরও পড়ুনঃ অন্তঃবিদ্যালয় স্কুল ক্রিকেট টি টোয়েন্টি টুর্নামেন্ট
বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন রায়গঞ্জ পৌর সভার পৌর পিতা সন্দীপ বিশ্বাস ও রায়গঞ্জ পৌর সভার উপ-পৌর পিতা অরিন্দম সরকার।উপস্থিত ছিলেন রায়গঞ্জ প্রতিভা ক্লাবের সভাপতি উত্তম সিনহা,হিমাদ্রী সরকার,রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ।উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস।বিজয়ী দলকে পুরস্কারের সাথে ৭৫ হাজার ও রানার্স দলকে ৫০ হাজার টাকা প্রাইজ মানি হিসাবে দেওয়া হয়।রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে বাইরের দুটি ক্রিকেট টিমের খেলা দেখবার জন্য দর্শক ছিল চোখে পড়ার মত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584