ওয়েবডেস্ক, নিউজ ফ্রন্ট:
জুকারবার্গের ফেসবুকের পর আরেক মার্কিন কোম্পানি সিলভার লেক এবার রিলায়েন্স জিওর শেয়ার কিনতে চলেছে।
India's Reliance to sell $750 million stake in unit to Silver Lake, on track to cut debt https://t.co/QMPYf5DV90 pic.twitter.com/6sNgxsuNyh
— Reuters (@Reuters) May 4, 2020
সোমবার এক বিজ্ঞপ্তিতে রিলায়েন্স জিওর তরফ থেকে জানানো হয় যে জিওতে ৭৪৬.৭৪ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে ঐ আমেরিকান কোম্পানি যা বর্তমানে ভারতীয় টাকায় ৫হাজার ৬৫৬ কোটি টাকার সমান। গত এপ্রিল মাসে ফেসবুক জিওর ৯.৯ শতাংশ শেয়ার কেনে ৪৩৫৭৪ কোটি টাকার (৫.৭ বিলিয়ন ডলার) বিনিময়ে।
রিলায়েন্স জিও ২০১৫ সালে যাত্রা শুরু করার পর টেলিকম সংস্থা হিসাবে ভারতবর্ষে একটা বিশেষ জায়গা করে নিয়েছে। ভারতবর্ষের বাজার দখলের জন্য প্রথম থেকেই তারা গ্রাহকদের জন্য দিয়ে এসেছে বিশেষ অফার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584