এখন স্বপ্নভঙ্গ হলেও অলিম্পিকে সেরা খেলবেন, দাবি ভারতীয় ডিসকাস থ্রোয়ার সীমা পুনিয়ার

0
55

প্রীতম সরকার, স্পোর্টস ডেস্কঃ

ভেবেছিলেন সেরা ডিসকাস থ্রোয়ার হিসাবে পরিচিত হবেন। কিন্তু স্বপ্ন পিছিয়ে গিয়েছে। করোনার জেরে সারা পৃথিবী যখন কাঁপছে, সেসময় রিও অলিম্পিকস পিছিয়ে দেওয়া হয়েছে। আর তাতেই পিছিয়ে গিয়েছে ভারতীয় ডিসকাস থ্রোয়ার সীমা পুনিয়ার স্বপ্ন। রিও অলিম্পিকসে যোগ দেওয়ার ছাড়পত্র পেতে বেশি কসরত করতে হয়নি।

Sima Punia | newsfront.co

চার বছর আগে, ২০১৬ সালে পেয়ে গিয়েছিলেন রিও অলম্পিকসে নামার ছাড়পত্র। ভারতীয় এই মহিলা ডিসকাস থ্রোয়ার রিও অলিম্পিকসে নাম্লে এই নিয়ে তৃতীয়বার অংশ নিতেন। এখন তাঁর অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় নেই।

Sima Punia | newsfront.co

যদিও তিনি জানিয়েছেন, বাড়তি সময় পেয়ে তিনি অলিম্পিকসে আরও ভালো ফল করার আশা করে রয়েছেন। রিও অলিম্পিকসে নামার যোগ্যতামান ছিল ৬১ মিটার। যুক্তরাষ্ট্রে থ্রেয়াম ক্লাসিক মিটে নিজের সেরা দূরত্বে ডিসকাস ছুঁড়ে যোগ্যতার মান পেরিয়ে যান। তিনি ডিসকাস ছুঁড়েছিলেন ৬১.৬২ মিটার।

আরও পড়ুনঃ করোনা পরিস্থিতিতে ফুটবলের নিয়ম বদল ফিফার

Sima Punia | newsfront.co

একই সঙ্গে হারিয়েছেন ২০০৮ সালের বেজিং অলম্পিকসের সোনা জয়ী মার্কিন তারকা খেলোয়াড়কে। ২০১৪ এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন সীমা। গ্লাসগো কমনওয়েলথে পান রূপো। তারও আগে ২০০৪ এবং ২০১২ অলিম্পিকে কোয়ালি ফাইং রাউন্ড পেরোতে পারেননি।

৩৬ বয়সী সীমার বক্তব্য, করোনা প্রভাব কেটে পৃথিবী আবার জেগে উঠবে। তখন তো অলিম্পিক গেমস হবেই। সেই অলিম্পিক গেমস তাঁর জীবনের সেরা অলিম্পিক হবে। সেই আশায় এখন তাকিয়ে রয়েছেন খেলাপ্রেমী ভারতবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here