‘রাম নাম সত্য হে’ ধ্বনিতে মৃত হিন্দু বৃদ্ধের শেষকৃত্য করলেন মুসলিম যুবকেরা

0
566

ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:

দেশজুড়ে করোনা আতঙ্কের ফলে লকডাউনের মধ্যে সম্প্রীতির অনন্য নজির স্থাপন করল উত্তরপ্রদেশের বুলন্দশহর। হিন্দু বৃদ্ধের সৎকার করল মুসলিম যুবকেরা।

করোনা ভাইরাসের আতঙ্কে সাম্প্রতিক বার্ধক্যজনিত কারণে মৃত্যু হওয়া রবি শঙ্করের সৎকারে এগিয়ে আসেনি তার কোন আত্মীয়-স্বজন বা প্রতিবেশী। এই নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় রবি শংকর এর পরিবার। সৎকার আটকে যাওয়ার খবর চাউর হতেই কিছু মুসলিম যুবক সাহায্যের জন্য এগিয়ে আসে। শুধুমাত্র মৃতদেহ কাঁধে করে নিয়ে যাওয়া নয় পুরো সৎকারের দায়িত্ব নেয় তারা।

বুলন্দশহরের মুসলিম অধ্যুষিত আনন্দ বিহার এলাকায় বাড়ি ছিল অত্যন্ত গরিব রবি শংকরের।  শনিবার বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। রবি শংকরের ছেলে আত্মীয়-স্বজন ও আশপাশের প্রতিবেশীদের মৃত্যুর খবর পৌঁছে দেওয়ার পরও কেউ এগিয়ে আসেনি। কিছুক্ষণ পরেই কিছু মুসলিম যুবক এগিয়ে এসে মৃতদেহ নিয়ে যাওয়ার ‘অর্থি’ তৈরি করে এবং নিজেরাই ‘রাম নাম সত্য হে’ ধ্বনি সহযোগে শ্মশানে নিয়ে যায়।

শ্মশানে গিয়েও সৎকারের ব্যবস্থা করে। রবি শংকরের ছেলে মুখাগ্নি করে। শ্মশান থেকে তারা রবিশংকরের ছেলেকে নিয়ে বাড়ি পৌঁছে দেয় এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেয়।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here