নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
মারা গেলেন অরিজিৎ সিং-এর মা। করোনা রিপোর্ট নেগেটিভ আসা সত্ত্বেও বাঁচানো গেল না ৫২ বছরের অদিতি সিংহকে।কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি, ছিল অন্যান্য সমস্যাও। একমো সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে।

উল্লেখ্য, একটি ফেসবুক পোস্ট থেকে ছড়িয়ে পড়েছিল অরিজিৎ সিং-এর মায়ের অসুস্থ হওয়ার খবর। রক্ত ও অক্সিজেনের খোঁজ পেতে একাধিক তারকারা অবিরত শেয়ার করছেন প্রয়োজনীয় নম্বর। অরিজিৎ সিংয়ের মায়ের অসুস্থতার খবর পেতে চেষ্টা করেছিলেন তাঁরাও। তাঁদের সোশ্যাল মিডিয়া পেজে অরিজিৎ সিং-এর নাম দিয়েই রক্তের জন্য অনুরোধ করেছেন তাঁরা। শেষে মিলেছিল রক্তের সন্ধানও। কোভিড রিপোর্ট নেগেটিভও এসেছিল কিন্তু শেষরক্ষা হল না। বুধবার রাতে হাসপাতালেই প্রয়াত হলেন অদিতি সিং।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বহরমপুরের বিশিষ্ট গণিত শিক্ষক মিজানুর রহমান
রক্ত পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছিলেন অরিজিৎ সিং। সেখানে অরিজিৎ লেখেন, ‘ সকলকে অসংখ্য ধন্যবাদ কঠিন সময়ে পাশে থাকার জন্য। এখন এটাই খুব জরুরি একজন মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোর। আমাদের প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে হবে। কারও একার পাশে নয়।’
আরও পড়ুনঃ জরুরী ভিত্তিতে টিচিং, নন টিচিং স্টাফদের ভ্যাকসিন প্রদান
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ার লাইমলাইট থেকে দূরেই থাকেন অরিজিৎ সিং। তবে মায়ের জন্য রক্ত পাওয়ার পর সকলকে ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি। কয়েকদিন আগে একটি পোস্টে থ্যালাসেমিয়া রোগীদের জন্য প্লাজমা দানের অনুরোধ করেছেন গায়ক অরিজিৎ সিং।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584