প্রয়াত বাবাকে জয় উপহার দিলেন সিরাজ

0
89

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

অস্ট্রেলিয়া সফরে গিয়েই দেশ থেকে ভয়ানক দুঃসংবাদ পেয়েছিলেন ভারতের নবীন পেসার মহম্মদ সিরাজ। তার বাবা না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন। সিরাজ বাড়ি না গিয়ে অস্ট্রেলিয়াতেই ছিলেন। সিরাজের ক্রিকেটার হয়ে ওঠার নেপথ্যে অটোচালক বাবার বড় ভূমিকা ছিল। বাবাই ছিলেন সিরাজের বড় অনুপ্রেরণা।

Mohammed Siraj | newsfront.co

তবে দেশে ফিরে বাবাকে শ্রদ্ধা জানানোর থেকে অস্ট্রেলিয়ার মাঠে ভারতের জার্সি পরে বাবার লড়াইকে সম্মান জানাতে চাওয়া সিরাজ আজ গড়লেন অনন্য একটি রেকর্ড। প্রথম ভারতীয় বোলার হিসেবে অভিষেক ম্যাচে অস্ট্রেলিয়ার মাঠে ৫ উইকেট নেওয়ার তালিকায় ঢুকে পড়লেন তিনি।

আরও পড়ুনঃ ভারতকে শুভেচ্ছা বিরাট, সচিনের

শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা ২০০৪ সালে অভিষেক ম্যাচ খেলেছিলেন অস্ট্রেলিয়ায়। সেই ম্যাচে ২ ইনিংস মিলিয়ে তিনি নেন ৬ উইকেট। সিরাজ নিলেন ৫টি। প্রথম ইনিংসে সিরাজ ফিরিয়েছিলেন মার্নাস লাবুশানে এবং ক্যামরন গ্রিনকে। দ্বিতীয় ইনিংসে সিরাজের শিকার ট্রাভিস হেড, গ্রিন এবং নাথান লায়ন। অজি স্পিনার লায়নের উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই সিরাজ ঢুকে পড়লেন মালিঙ্গাদের এই তালিকায়।

আরও পড়ুনঃ দশকের সেরা আইসিসি দলে পাকিস্তানিরা না থাকায় ক্ষুব্ধ আখতার

শেষ ৫০ বছরে অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক হওয়া বোলারদের মধ্যে মাত্র ৪ জন ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন। ১৯৮৬-৮৬ সালে ইংল্যান্ডের ফিলিপ ডেফ্রিটাস এবং ১৯৯৮-৯৯ সালে ইংল্যান্ডের আরেক পেসার অ্যালেক্স টুডোর এই কীর্তি গড়েছিলেন।

সিরাজের কৃতিত্ব আরও বেশি কারণ মেলবোর্নে দ্বিতীয় ইনিংসে উমেশ যাদব মাত্র ৩.৩ ওভার করে মাঠ ছাড়তে বাধ্য হন চোটের কারণে। ভারতের পেস অ্যাটাকের দায়িত্ব এসে পড়ে বুমরাহ এবং অভিষিক্ত সিরাজের ওপর। সেই দায়িত্ব খুব ভালভাবেই পালন করলেন তরুণ পেসার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here